|
ছবি – সংগ্রহিত |
বেলা অবেলা হয়ে হারিয়ে যাবে সময়,
কোকিলের কুহু ডাক আর শোনা হবে না আমার,
কত বসন্ত পেরিয়ে যাবে কত জন্মদিন গত হবে আমি জানি না
কালবৈশাখী গত হয়েছে, ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘর আর মাথা তুলে নি।
তাল গাছের নীচে বাবু পাখির বাসা দুমড়ে মুচড়ে পড়ে আছে এখনো,
বাচ্চাটা মনে হয় মেছো বিড়ালের খোরাক হয়েছে।
প্রকৃতি নিষ্ঠুর হাসি দেয়, আর আমি দেউলিয়া হয়ে যাই।
কোকিলের কুহু ডাক আর শোনা হবে না আমার,
কতশত হেমন্ত বসন্ত শরৎ গেলো, নবান্নের ধান আর আমার উঠলো না।
দিনশেষে আমি নিঃসঙ্গ ঈগলের মত উড়ে মরি বহুদূর।
আমার দীর্ঘশ্বাস বহুদূরের মরুভুমিতে ঝড় তোলে,
কিংবা দাবানল ছড়ায় বনভুমি থেকে বনভুমি, প্রকৃতি নিষ্ঠুর হাসে।
হোহাহাহাহা……আবার নীরবতা সুনসান।
গুধলি লগ্নে আমি এলএসডির স্বপ্ন দেখি, চারদিক বড্ড মায়ামায় লাগে।
ভালো থাকুক সবাই, ভালো থাকুক বাবুই।
প্রতিদিনের ভোরের শিশিরে সূর্য রংধনু যেভাবে সাজায় সেভাবে তুমিও রঙ্গিন হও!
বাবুই নিরন্তর বাসা বানায়, আমিও ঘরের চালে খড় তুলি।
কিন্তু,
আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না!
~নিশাত শাহরিয়ার
সময় – ২৪/০২/২০১৯ সকাল ৭.৩০
অন্যান্য লেখাঃ
- ছোট গল্প- রেমির জন্য ভালোবাসা
- প্রেমের অনু গল্প- যে সোনায় কোন খাঁদ নেই!
- মানুষ হয়ে জন্মানোটা আসলেই পাপ!
- বইয়ের পাতায় বইয়ের ঘ্রাণে ও আমার সোনালি দিন!
- উপন্যাস – শেরি (১ম পর্ব)
- মধ্যরাতের পঙতিমালা