ইউক্রেনে ইলন মাস্কের স্টারলিঙ্ক, প্যাট্রিওন, বিলিয়ন ডলারের এনএফটি ও ভিটালিকের হতাশা | নিশনামা ডাইজেস্ট ৩৯
নিশনামা ডাইজেস্টের ৩৯তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
টুইটার গ্রোথ হ্যাক টিপস,
ইলন মাস্কের স্টারলিংকের এপ যে কারণে ইউক্রেনে টপ ডাউনলোড লিস্টে,
ইথেরিয়ামের ক্রিয়েটর যে কারণে সবচেয়ে সাকসেসফুল ক্রিপ্টো প্রজেক্টের উপর নাখোশ,
৪ বিলিয়ন ডলারের এনএফটি প্রোজেক্ট
সনি ও এমাজিং স্পাইডারম্যান
রায়ান রেয়নেল্ড ও দ্যা রকের পার্সোনাল ব্র্যান্ডিং
বাংলাদেশ নিয়ে জেমস গানের টুইট
প্যাট্রিওন সিইও জ্যাক কনটে ও ক্রিয়েটর ইকোনমি
♣ এই সপ্তাহের ভাবনা
১.
তরুণ থাকার অন্যতম রহস্য হল সবসময় এমন কিছু করা যা আপনি জানেন না কিভাবে করতে হয়
-রুথ রেইশেল
২.
৯০ দশকের জেনারেশন কি সেরা ছিল?
আমার বন্ধু রাজু ৯০ দশকের পরের জেনারেশন আর ওইসময়ের জেনারেশন নিয়ে ক্যাটাগরাইজেশন করে বেশ সুন্দর একটা লেখা লিখেছে। নিজেও ৯০ দশকের হওয়ায় এটায় রিলেট করতে পারছি। পড়ুন এখানে।
৩.
“ব্যবসা আর বই সাংঘর্ষিক কিছু না। ভালো ব্যবসা বুঝলে লেখক, প্রকাশক, বিক্রেতা এবং পাঠক সবাই উপকৃত হবেন।
বই প্রকাশ করে যদি লেখক, প্রকাশক এবং বিক্রেতা যথেষ্ট পরিমাণ আয় করতে পারেন তবে লেখক, প্রকাশক ও বিক্রেতা আরো বেশি সময় ও মনোযোগ দিতে পারবেন। লেখক লেখায় বেশি মনোযোগ দিতে পারবেন, প্রকাশক বইয়ের মান আরো বাড়বেন আর বই বিক্রেতার সংখ্যাও বাড়বে। এতে দিন শেষে পাঠক আরো ভালো মানের বই পাবে এবং উপকৃত হবে।”
বই ও ব্যবসা নিয়ে চমৎকার এই ভাবনা শেয়ার করেছেন মিঞা শোভন। পুরো লেখা এখানে।
৪.
“কিডনি বিক্রি করে হলেও সাদাদের দেশে গিয়ে তাদের মুখাপেক্ষী হয়ে উন্নত জীবন নিয়ে বেঁচে থাকতে চাওয়া দক্ষিণ এশিয়ানদের যখন তাদের নিম্ন জীবনযাত্রার মান নিয়ে নেতিবাচক মন্তব্যে আঁতে ঘা লেগে যায়, বেশ অবাক লাগে! নিজের এত উন্নত জীবন হলে, যাও কেন পরের দেশে?”
পাওয়েল ভাইয়ের এই পোস্টটার মত এমন ভাবনা আমারো মাঝে মাঝে আসে। পুরো লেখাটা এখানে।
৫.
“নতুন সম্পর্কে আনন্দময় জীবনের সম্ভাবনার সাথে কিছু চ্যালেঞ্জও আসে। এসব মোকাবেলায় যার প্রস্তুতি যত ভালো সে তত সুখী হয়। — মোর্শেদ খান“
এই জিনিসটা আসলেই সত্য। যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের বলব, প্রস্তুতি নেন এখনি!
৬.
“ইউক্রেনে রাশিয়ার যেই ইনভেশন, তার সঙ্গে যুগোস্লাভিয়ার ওই সংঘাতের যত মিল বা প্যারালাল আছে, তার তুলনায় ইরাক বা আফগানিস্তান যুদ্ধের প্রেক্ষাপটের মিল নেই বললেই চলে। কিন্তু কে শোনে কার কথা!”
রাশিয়ার ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রিয় ছোট ভাই ও সাংবাদিক নাজমুল আহসান এর এই লেখাটা আমি সবাইকে পড়তে বলব।
৭.
“বর্তমান সময়ের ছাত্রদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা পূর্বের যেকোনো সময়ের চাইতে লক্ষ গুণ বেশি। মেডিকেল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরাও অনেক সময় উদ্যোক্তা হতে চান।”
কিন্তু উদ্যোক্তা হওয়া কি এতই সহজ?
উত্তরের জন্য আমি প্রিয় বড় ভাই শাকিল জামানের এই লেখাটা পড়ার জন্য বলব।
৮.
“নিজেকে প্রকাশের জন্য আপনি একাই এখন যথেষ্ট। চিন্তা করুন, কথা বলুন, প্রকাশ করুন।
— মৃদুল মাহবুব“
এইজন্যই আমি নিশনামায় লেখালেখি করে থাকি। কেউ পড়ুক আর না পড়ুক। আমি প্রতি সপ্তাহে লিখেই যাব।
৯.
ইউক্রেন দখল কেন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ? কল্লোল মোস্তফা এখানে একটা লিস্ট দিয়েছেন এই প্রশ্নের উত্তরে।
♣ টুইটার এডুকেশন
◘ সাহিল ব্লুম দুই বছরে তাঁর টুইটার ফলোয়ার শুন্য থেকে ৫ লাখে নিয়ে এসেছেন নিজের কিছু গ্রোথ স্ট্যাট্রেজি ফলো করে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ টুইটার গ্রোথ হ্যাকিং শিখতে চান তারা এই টুইটার থ্রেডটা ফলো করতে পারেন।
♣ টেক
◘ ইউক্রেনের মন্ত্রী ইলন মাস্কের সাহায্য চেয়ে তাকে মেনশন করে টুইট দেওয়ার কিছুক্ষণের মধ্যে ইলন মাস্ক তাঁর স্টারলিংক স্যাটেলাইট গুলার দিক ইউক্রেনের দিকে মুভ করে দেয়। সাথে সাথে আরো নানান ইকুপমেন্ট পাঠায় যাতে ইউক্রেনিয়ানরা ফ্রি ইন্টারনেট একসেস করতে পারে। ইউক্রেনে গত সপ্তাহে স্টারলিংকের এপ সবচেয়ে ডাউনলোড হওয়া এপ ছিল।
টুইটার এইজন্যই আমার ভালো লাগে। এক টুইটেই কত কিছু ঘটে যায়।
◘ এনএফটি অনেকেই পছন্দ করে না, ক্রিপ্টোকারেন্সি এর অনেক বড় বড় মাথাও এর অন্তর্ভুক্ত। সম্প্রতি জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের ক্রিয়েটর ভিটালিক বুউটেরিন জনপ্রিয় এনএফটি প্রজেক্ট বোরড এপ নিয়ে নিজের কিছু হতাশা শেয়ার করেছে।
যেটা নিয়ে টুইটারে অনেক বিতর্ক চলতেছে, যদিও ভিটালিক বলেছে যে বোরড এপের বিপক্ষে না। সে শুধু চায় বোরড এপ সাধারণ পাবলিকের জন্য কিছু করুক।
◘ ভিটালিকের সাক্ষাৎকারের পরপরই প্রকাশ পায় বোরড এপের ক্রিয়েটর কোম্পানি ইয়োগা ল্যাবস ভিসি ও ইনভেস্টরদের থেকে ৪৫০ মিলিয়ন ফান্ড রেইজ করেছে। আর এখন তাদের ভ্যালুয়েশন মাত্র ৪ বিলিয়ন। একেই বলে আইরনি!
তাদের কোম্পানির বয়স মাত্র ১৪ মাস আর তাদের কর্মী সংখ্যা মাত্র ১১ জন! দুনিয়া কই যাচ্ছে!
◘ ভিটালিকের সাক্ষাৎকারের কিছুদিনের মাঝেই দুনিয়ার সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্স এর ফাউন্ডার এনএফটিকে গেইমসে ব্যবহার করা ও তাদের প্ল্যাটফর্ম ইউজ করে গেমস ডেভেলপ করা নিয়ে টুইটারে একটা থ্রেড পোস্ট করে। টাইমিংটা ইন্টারেস্টিং ছিল!
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ এই সপ্তাহের ভিডিও
◘ আমাদের আলিঙ্গন দরকার, কথা হচ্ছে কিন্তু বেশ হত যদি আলিঙ্গনে কথা বলি।
◘ সাদমান এর মত ছোট ভাই থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার! জন কবিরের পডকাস্টে সাদমান সাদিকের এইটুকু কথাগুলা শুনবেন।
◘ কি এড বানাইছে রে ভাইরে ভাই। না দেখলে মিস!
◘ আমার অপরুপ বাংলাদেশ ❤️ ফটোগ্রাফার জিএমবি আকাশের ক্যামেরার চোখে।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ গত ফেব্রুয়ারিতে জনপ্রিয় রিসার্চার ও ইউটিউবার এনায়েত চৌধুরী একটা রিসার্চ করেছিলেন। রিসার্চটা ছিল- “বাংলাদেশের ইউটিউব দর্শকদের আচরণগত নমুনা পর্যবেক্ষণ। প্রেক্ষিতঃ শিক্ষামূলক ভিডিও”।
আমার কাছে রিসার্চটা ইন্টারেস্টিং লেগেছে। এখানে দেখতে পারেন।
◘ প্যাট্রিওন প্ল্যাটফর্ম নিয়ে এর আগে এক নিশনামা ডাইজেস্টে লিখেছিলাম। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বাইরের দেশের ক্রিয়েটররা নিজেদের ফ্যান ফলোয়ারদের কাছ থেকে টাকা আয় করতে পারে। এখন পর্যন্ত প্যাট্রিওন ক্রিয়েটরদের ৩.৫ বিলিয়ন ডলার পে করেছে! সম্প্রতি প্যাট্রিওনের ফাউন্ডার ও ক্রিয়েটর জ্যাক কন্টে তাঁর প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। যারা আমার মতো ক্রিয়েটর ইকোনমি নিয়ে জানতে আগ্রহী তারা এটা পড়তে পারেন।
মাঝে মাঝে আফসুস লাগে, এই রকম একটা প্ল্যাটফর্ম দেশে নাই কেন!
♣ পপ-কালচার
◘ সনি শেষমেশ স্বীকার করেই নিলো, যে তাদের তিন নাম্বার পিটার আসলেই অ্যামেইজিং!
◘ রায়ান রেনল্ডস এবং দ্য রক অভিনয়ে নিজেদের ছাড়িয়ে গেছেন। এখন মুভির পর মুভিতে শুধু নিজেদের দেখানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার নেন।
এটাই মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিং অন স্টেরিওডস! শুধু তারা একা না, আরো অনেকের নাম এই লিস্টে নেওয়া যায়। হ্যারিসন ফোর্ড, ব্রুস ইউলিস, অ্যাডাম স্যান্ডলার, জিম ক্যারি!
জিম ক্যারির কারেক্টার লেখার সময় তো স্ক্রিপ্টে এভাবেই লিখত – জিম এটা করছে, জিম এভাবে হাসছে!
মানে তাদের চরিত্রটাই ছিল তাদের অভিনয়। মাইন্ড ব্লোওন!
◘ কয়েকদিন আগে বাংলাদেশের কিছু শিক্ষার্থী জেমস গানের “পিস মেকার” সিরিজের ইন্ট্রো ফ্ল্যাশ মব করে। জেমস গান সেটাই নিজের টুইটারে শেয়ার দিয়েছে! ওয়াও!
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ প্রিন্স মাহমুদের সুরে ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতা থেকে আসা রুমির এই গানটা আমার খুব প্রিয় একটা গান।
দুনিয়া তোর সঙ্গেতে নাই মন তোরে কেমনে বুঝাই একলা হাঁটো রে মন একলা হাটো রে মনরে ওরে মন তুই বড় বোকা নিজের বুঝ বুঝলি না খাইয়া গেলি ধোঁকা
♣ এ সপ্তাহের ছবি
Posted by u/Diylion
♣ এই সপ্তাহের উক্তি
“কলেজে গিয়ে “উদ্যোক্তা” হওয়ার ক্লাস নেওয়া অনেকটা লুভর মিউজিয়ামে গিয়ে মেঝেতে তাকিয়ে সময় কাটানোর মতো।
বলেছেন – পল গ্রাহাম।”
পথে নামলেই তো পথ চেনা যায়!
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৩৯ কেমন লাগলো কমেন্টে জানাবেন।
—-নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- “ইলন মাস্ক” টাইমস পার্সন অফ দ্যা ইয়ার ২০২১ | নিশনামা ডাইজেস্ট ২৬
- স্টারবেইজ ট্যুর, হ্যারি পটার ও আপকামিং মুভি টিভি সিরিজ ওয়াচলিস্ট | নিশনামা ডাইজেস্ট ২৭
- আমাদের উদযাপনের ভয়াবহতা, ডায়নোসর, ইলন মাস্ক ও গাযা | নিশনামা ডাইজেস্ট ২৮
- ক্রিয়েটর পাওয়ার, থর ইজ ব্যাক ও মার্কাস ব্রাউনলি | নিশনামা ডাইজেস্ট ২৯
- ক্রিয়েটরদের ভ্যালু ও কেন ক্রিয়েটর হওয়ার এখনি দারুণ সময় | নিশনামা ডাইজেস্ট ৩০
- সুযোগের শক্তি, প্রোকাস্টিনেশন ও লংটার্ম কন্টেন্ট ক্রিয়েশন! | নিশনামা ডাইজেস্ট ৩১
- FB – মেটা Q4, WORDLE, Khaby Lame ও এনজেলিনা জোলি | নিশনামা ডাইজেস্ট ৩২
- বিদায় শীত, স্বাগতম বসন্ত! | নিশনামা ডাইজেস্ট ৩৩
- এনএফটি, রবার্ট প্যাটিনসন ও ডক্টর স্ট্রেঞ্জ | নিশনামা ডাইজেস্ট ৩৪
- মেটাভার্স জয়ের যুদ্ধে কে জিতবে? মাইক্রোসফট না ফেসবুক মেটা? | নিশনামা ডাইজেস্ট ৩৫
- পুতিনে হিটলারের ছায়া, ওয়েব থ্রি ও স্পাইডারম্যান | নিশনামা ডাইজেস্ট ৩৬
- আন্ডাররেটেড মার্ক জুকারবার্গ, সফল হওয়ার ফর্মূলা ও এপলের বিলিয়ন ডলার এপস্টোর! | নিশনামা ডাইজেস্ট ৩৭
- ইলন মাস্ক ভার্সেস পুতিন, বেসিক ইউটিউব গাইড ও আনা ডি আরামাস | নিশনামা ডাইজেস্ট ৩৮
- ইউক্রেনে ইলন মাস্কের স্টারলিঙ্ক, প্যাট্রিওন, বিলিয়ন ডলারের এনএফটি ও ভিটালিকের হতাশা | নিশনামা ডাইজেস্ট ৩৯
- চড়, বুমারদের সোশ্যাল মিডিয়া, রাইটিং টিপস ও টেলিগ্রামের উত্থান | নিশনামা ডাইজেস্ট ৪০
- ইলন মাস্ক VS টুইটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ও ইউক্রেনে রাশিয়ার ওয়ার-ক্রাইম | নিশনামা ডাইজেস্ট ৪১
- বুকটক, মিস এক্সেল ও লেডি থর | নিশনামা ডাইজেস্ট ৪২
- ক্ষমতা, কম্ফোর্ট জোনের বাইরে ও ডালি-টু | নিশনামা ডাইজেস্ট ৪৩
- ভবিষ্যতের ইউটিউব বিলিওনিয়ার, টুইটার প্রেডিকশন ও জ্যারেড লেটো | নিশনামা ডাইজেস্ট ৪৪
- ক্রিপ্টো ক্রাশ, এমেচার হোম কনস্ট্রাকশন, ধন-সম্পদ ও চিরঞ্জীব মুজিব | নিশনামা ডাইজেস্ট ৪৫