চরকি ওয়েব সিরিজ রিভিউঃ মরীচিকা | শিহাব শাহীন, আফরান নিশো, সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান
দেখে ফেললাম চরকির অরিজিনাল ওয়েব সিরিজ “মরীচিকা”। এর ট্রেইলার আসার পর থেকেই এই সিরিজটা দেখার জন্য মুখিয়ে ছিলাম। বিশেষ করে আফরান নিশোর চরিত্রটি আমাকে আকর্ষণ করেছিলো বেশি। মরীচিকা সিরিজটার কোন কোন জিনিস ভালো লেগেছে এটা এইখানে তুলে ধরব।
ছবি- ইন্টারনেট |
কি আছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিরিজ “মরীচিকা”তেঃ
গল্পঃ প্রথমেই আসি গল্প নিয়ে। মরীচিকা সিরিজের ট্রেইলার আসার পর অনেকেই বলছিলো এটা নাকি মডেল তিন্নির মার্ডার এর ঘটনা নিয়ে বানানো। পরিচালক শিহাব শাহীন বা মরীচিকা সিরিজের সাথে যুক্ত কেউ কোথাও কোন সাক্ষাৎকারে এটা বলেছেন কিনা আমার জানা নেই। তবে এই ঘটনা থেকেই যে মরীচিকা সিরিজ অনুপ্রানিত সেটা একদম স্পষ্ট।
মরীচিকার ট্রেইলার দেখুনঃ
মরীচিকার গল্প আমার অনেক ভালো লেগেছে। টানটান উত্তেজনা পূর্ন সিরিজ হিসেবে যেমন হওয়া উচিত তেমনিই পেয়েছি। অন্যদের কথা জানি না, তবে একটানা বিংওয়াচ করায় আমার একবারও মনে হয় নি গল্প ধীর গতির। শিহাব শাহীনের আগের সিরিজ ” আগস্ট ১৪” থেকেও আমার কাছে এই সিরিজ ভালো লেগেছে। আগস্ট ১৪ সিরিজে বেড সিন গালাগালি এইসব নিয়ে অনেকের আপত্তি ছিল, শিহাব শাহীন এই সিরিজে এইসব খেয়াল রেখেছেন। এরকম নেগেটিভ জিনিস সিরিজে কমই আছে। যতটুকু আছে তা গল্পের খাতিরেই। তবে সেটা চাপিয়ে দেওয়া নয়। সবার সাথে বসে দেখা যায় মরীচিকা।
ছবি- প্রথম আলো |
নির্মাণঃ শিহাব শাহীন একজন সফল নির্মাতা। উনার নির্মাণ নিয়ে আলাদা করে বলার আমার কিছু নাই। মরীচিকা একটি ওয়েল প্রোডাকশন। শিহাব শাহীন তাঁর প্রতিটা বিগ বাজেটের প্রোডাকশনই খুব যত্নের সাথে নির্মাণ করেন দেখে আসছি। মরীচিকাও তাঁর একটি যত্ন নিয়ে বানানো ওয়েব সিরিজ।
ছবি- ইন্টারনেট |
পার্শ্ব চরিত্রঃ মরীচিকা সিরিজের সফলতার জন্য সিরিজের পার্শ্ব চরিত্রগুলোকে সাধুবাদ দিতেই হয়। সিয়াম, জোভান, মাহিয়া মাহি সহ অন্যরা অনেক ভালো করেছেন। সিয়ামের কথা আমি আলাদা করে বলব।
ছবি- ইন্টারনেট |
কারণ অনেক রিভিউয়ে দেখলাম তাকে নেগেটিভ মার্ক দেওয়া হচ্ছে। তার অভিনয় নাকি আহামরি কিছুই ছিল না। আমি বুঝলাম না তার জায়গায় কি এরা মনোজ বাজপায়ী টাইপ অভিনেতা চাচ্ছিলো? তিনি তার জায়গায় অভিনয় ঠিকঠাক মতোই করে গেছেন। সিয়াম আহমেদের অভিনয়ের ক্ষেত্র যতটুকু ছিল পরিচালক শিহাব শাহীন তা তার থেকে বের করে নিতে পেরেছেন।
ছবি- ইন্টারনেট |
গ্ল্যামারগার্ল চরিত্রে মাহিয়া মাহি পারফেক্ট ছিলেন। এই টাইপ চরিত্রগুলো তার সাথে যায় ভালো। জোভান তার চরিত্রে ভালো করেছেন। যদিও খুব বেশি কাজ করার স্কোপ ছিল না তার চরিত্রে। আরেকটা চরিত্রের অভিনয় আমার খুব ভালো লেগেছে। সেটা হলো আফরান নিশোর ডান হাত চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন “শিমুল খান” তার। ঠান্ডা মাথার খুনির চরিত্রে শিমুল খান খুব ভালো করেছেন।
মরীচীকার পোস্টার |
আফরান নিশোঃ মরীচিকা সিরিজের প্রাণ হচ্ছেন “আফরান নিশো“। মাই গড, কি বলব। যত পর্ব যাচ্ছিলো তত তার অভিনয় দেখে অবাক হচ্ছিলাম। আর ভাবছিলাম যে আমরা কি আরেকজন হুমায়ূন ফরিদী পাচ্ছি?
“আমার বিনাশ নাই!”
হুমায়ূন ফরিদী কিন্তু ভিলেন চরিত্রে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনন্য। আমি একদমই বলব না যে আফরান নিশো হুমায়ূন ফরিদী বা এমন কিছু কিন্তু মরিচীকা ওয়েব সিরিজে তার অভিনয়, এটিটিউড, সংলাপ বলা, এক্সপ্রেশন সবকিছুতে আফরান নিশো নিজের অন্য সব কাজকে ছাড়িয়ে গিয়েছেন। সব সময় নাটক টেলিফিল্মে নায়ক হিরোর ভূমিকায় অভিনয় করা নিশোকে কে ভেবেছিলো ভিলেন চরিত্রে এমন চমৎকার মানাবে?!
সালাম শরীফ চরিত্রে আফরান নিশো |
আপনি যদি মরীচিকা দেখতে চান তাহলে আমি বলব আফরান নিশোর অভিনয় দেখার জন্য অবশ্যই দেখবেন। মিস করবেন না। আমি লিখে দিচ্ছি, সাবস্ক্রিপশনের টাকাটা আপনার জলে যাবে না!
যা ভালো লাগে নিঃ মরীচিকা সিরিজের যে জিনিস আমার ভালো লাগে নি সেটা হচ্ছে এর এন্ডিং। পুরো সিরিজে টান টান উত্তেজনা আর চোর পুলিশের ইঁদুর দৌড়ের পর এরকম এন্ডিং আমাকে হতাশ করেছে। যদিও বুঝতে পারছি এরকম এন্ডিং পরিচালক শিহাব শাহীন কেন রেখেছেন। আফরান নিশোর চরিত্র সালাম শরীফ এর মুখে ‘আমার বিনাশ নাই” সংলাপের বাস্তবতাই এন্ডিংয়ে উঠে আসছে। তবে আমি সালাম শরীফ এর শেষ পরিনতিই দেখব বলে আশা করেছিলাম।
সালাম শরীফ- “তুমি চেনো না আমি কে?” |
শিহাব শাহীন নির্মিত মরীচিকা বাংলাদেশের ওয়েব সিরিজে নতুন মাত্রা দিয়েছে। যারা দেখতে ইচ্ছুক, তারা সহজেই চরকি এপের সাবস্ক্রিপশন নিয়ে সিরিজটা দেখে ফেলতে পারেন।
চরকির সাবস্ক্রিপশন কিভাবে নিবেন?
আমি চরকির এক বছরের সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি। ৭৯৯ টাকার প্যাকেজ সেলিব্রেটি প্রোমো কোড “CHANCHAL50” এপ্লাই করে ৫০% ছাড়ে ৩৯৯ টাকায় পেয়েছি। আমার কাছে এটা রিজনেবল প্রাইস মনে হয়েছে। তবে আপনি এক বছর নিতে না চাইলে প্রথম মাসের জন্য ৫০ টাকায় সাবস্ক্রাইব করে মরীচিকা দেখতে পারবেন। নো টেনশন।
চরকির সাবস্ক্রিপশন প্ল্যান |
যেহেতু চরকি প্রথম আলো গ্রুপের একটি ওটিটি প্লাটফর্ম তাই আমি মনে করি তাদের আগামী কন্টেন্ট অনেক ভালো হবে। সেই ভরসায় পুরো বারো মাসের সাবস্ক্রিপশন কেনে ফেলা আর কি। প্রথম আলো গ্রুপ মানে মিডিয়াস্টার লিমিটেড। এমনিতেই মিডিয়া জগতে প্রথম আলো গ্রুপের একটা ভালো প্রভাব আছে। তাই আমার মনে হয় আমর ভালো কিছু একটা পেতে যাচ্ছি৷
আর বিদেশী ওটিটি প্লাটফর্ম জিফাইভ, হইচই এদের মাঝে আমাদের এরকম চরকি, বংগো, বিংগ, আই থিয়েটার, বায়োস্কোপ আরো আরো বেশি ওটিটি প্লাটফর্ম দরকার। যেখানে আমরা ভালো ভালো কন্টেন্ট পাব। তাই আমি সবাইকে বলব টরেন্ট বা ইউটিউবে পাইরেসি না করে সাবস্ক্রিপশন কিনে সিরিজগুলা দেখা। ৫০ টাকা বা ৪০০ টাকা তো আমরা এমনিতেই কত কাজে ফালাই। নিজেদের ওটিটি প্লাটফর্মে না হয় কিছু টাকা ফালাইলাম। আর বিকাশ দিয়ে পেমেন্ট মেথডটাও অনেক সোজা। চরকিতে আরো বেশ কিছু নতুন কন্টেন্ট আসছে সেগুলাও দেখতে পারেন।
মরীচিকা দেখে থাকলে আপনাদের মরীচিকা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না! অবশ্যই কমেন্ট দিন, জানান চরকি নিয়ে আপনার প্রত্যাশা। আর কি কি দেখতে চান চরকিতে।
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- অভিনন্দন লায়োনেল মেসি, কিশোয়ার ও রেহানা মরিয়ম নূর | নিশনামা ডাইজেস্ট ০৭
- চরকি ওয়েব সিরিজ রিভিউঃ মরীচিকা | শিহাব শাহীন, আফরান নিশো, সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান
- কুরবানী নিয়ে যাদের চুলকানি, অসুস্থ জেনারেশন? আমাদের মব ট্রায়াল, ঈদের নাটক | নিশনামা ডাইজেস্ট ০৮
- ক্রিয়েটর ইকোনমি বা প্যাশন ইকোনমি ১ পর্ব | নিশনামা ডাইজেস্ট ০৯
- ৫২ পুড়ে যাওয়া লাশ, মিডিয়া ও আমরা | নিশনামা ডাইজেস্ট ১০
- আফগান, রন্ধনকলা ১০১, সুইসাইড স্কোয়াড ও ৬৯ | নিশনামা ডাইজেস্ট ১১
- সম্পর্ক, নেটওয়ার্কের বাইরে, আমার পৃথিবী ও লিজেন্ডস | নিশনামা ডাইজেস্ট ১২
- আমাদের অনলাইন হিপোক্রেসি, কেইইসি ও নিও | নিশনামা ডাইজেস্ট ১৩
- ফেসবুকে ঘরবাড়ি, ঠিক-বেঠিক মার্কেটিং, ফটোগ্রাফীর অ আ ক খ ও ম্যাট্রিক্স! | নিশনামা ডাইজেস্ট ১৪
- সাম্প্রদায়িকতার বিষ, মহাকাশে আবার মানুষ পাঠাল স্পেসএক্স ও ডেক্সটার ইজ ব্যাক! | নিশনামা ডাইজেস্ট ১৫
- সৌন্দর্য্যের গর্ব, অর্ণব ও হিট-মাংকি! | নিশনামা ডাইজেস্ট ১৬
- ফেসবুক হুইসেলব্লোয়ার, ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব | নিশনামা ডাইজেস্ট ১৭
- আমাদের ধর্মানুভূতি ও তার পরিণতি, প্যান্ডোরা পেপার্স, বাংলাদেশে এডটেকের উত্থান ও স্কুইড গেইম | নিশনামা ডাইজেস্ট ১৮
- ফেসবুকের রিব্র্যান্ডিং, ট্রিলিওনিয়ার ইলন মাস্ক ও পিয়াসী মন | নিশনামা ডাইজেস্ট ১৯
- ত্রিপুরায় মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলা এবং আমাদের মিডিয়া ও সুশীল সমাজের নীরবতা | নিশনামা ডাইজেস্ট ২০
- ইলন মাস্কের প্রানশক্তি, হাজার কোটি টাকার Wow Momo, আমাদের রকমারি ও মরবিয়াস | নিশনামা ডাইজেস্ট ২১
- ক্রিপ্টোকারেন্সির সহজলভ্যতার পথে বড় বাধা, ব্যাড বয় উইল স্মিথ ও এমেজিং ব্রুনো মার্স | নিশনামা ডাইজেস্ট ২২
- ফিনান্সশিয়াল ফ্ল্যাশ মব, Constitution DAO, ওয়েব 3.0 ও বার্সেলোনা | নিশনামা ডাইজেস্ট ২৩
- লেখকদের সম্মানী প্রদানের মানসিকতা, নাসার নতুন মিশন ও রিয়েল লাইফ স্কুইড গেইম! | নিশনামা ডাইজেস্ট ২৪
- টেসলা সাইবারকোয়াড, আর্ট মার্কেট, জ্যাক ডরসি ও সুপারহিরো টিভিশো | নিশনামা ডাইজেস্ট ২৫