নিশনামা ডাইজেস্ট ইস্যু ৪৩ এর ছবি

ক্ষমতা, কম্ফোর্ট জোনের বাইরে ও ডালি-টু | নিশনামা ডাইজেস্ট ৪৩

নিশনামা ডাইজেস্টের ৪৩তম ইস্যুতে স্বাগতম!

টুইটার বোর্ড অবশেষে ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করতে সম্মত হয়েছে। ওহ রে! কি এক মাস ছিল! এই জিনিসের রিয়েকশনে আমেরিকান লেফটিস্টদের হায় হায় আর কান্না দেখে ভালো লাগছে। যদিও দেখতে খুবই ক্রিঞ্জ ছিল।

The Power Just Shifted!

এই ইস্যুতে যা নিয়ে কথা বলেছিঃ

  • একজন মানুষ চাইলেই সমাজে পরিবর্তন আনতে পারে
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আর্টিস্টদের ভাত মারবে
  • কম্ফোর্ট জোনের বাইরের দুনিয়াই সেরা
  • পশ্চিমাদের সভ্যতার অন্ধকার দিক
  • বাঙালীর লাখ কোটি টাকার উৎসব
  • মায়েদের কেনই বা পারফেক্ট হতে হবে?
  • টম ক্রুজ মানুষ রে ভাই!
নিশনামা ডাইজেস্ট ইস্যু ৪৩ এর ছবি ক্ষমতা
Photo by GR Stocks on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

১.

এ সপ্তাহের ভাবনা নাভালের উক্তি
ইমেজ সোর্সঃ নাভাল টুইটার

জীবনে আপনার সাফল্য নির্ভর করে আপনার ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর। আপনার সুখ আপনার ফলাফল সম্পর্কে চিন্তা না করার ক্ষমতার উপর নির্ভর করে।
— নাভাল রাভিকান্ত

২.

টুইটার
ইমেজ সোর্সঃ টাইলার টুইটার


শুরুতে যা বলছিলাম, আমেরিকান লেফটদের হায় হুতাশ নিয়ে। একসময় তারা তাদের বিরোধিদের বলত এইসব কথা। বলত টুইটার না ভাল লাগলে চলে যাও, নিজের টুইটার বানাও। এখন পাশার দান পালটে গেছে, তাদের সুরও পালটে গেছে।

টুইটার নাকি ইউটিলিটি, এটা নাকি রেগুলেট করা উচিত! হাহাহা!

বাই দা রাস্তা, মজার একটা ফ্যাক্ট দেই। টুইটটা কে করেছেন জানেন? ওইযে যে টুইন ভাইদের সাথে ফেসবুক শুরু সময় মার্ক জুকারবার্গের ঝামেলা হয়েছিলো মালিকানা নিয়ে সেই উইঙ্কলেভস ভাইদের একজন, টাইলার উইঙ্কলেভস।

৩.

টুইটার
ইমেজ সোর্সঃ অস্টিন টুইটার


আমেরিকায় বেশিরভাগ লেফটিস্ট পলিটিশিয়ান যেভাবে লাইমলাইটে আসে সেটা নিয়ে এই টুইটটা অনেকাংশে সত্যি। তারা ইলন মাস্কের মতো এন্ট্রেপ্রেনিউরদের ভিলেন বানিয়ে ক্ষমতা অর্জন করতে চায়।

৪.

শিক্ষিত মানুষ নিয়ে ভুল ধারনা অশিক্ষিত মানুষ নিয়ে ভুল ধারণা
ইমেজ সোর্সঃ প্রিন্স ভাই স্ট্যাটাস

“আমাদের দেশের অনেক কিছুই শিক্ষিত মানুষদের উপর দোষ দেওয়া হয়। এই ধরেন, শিক্ষিত মানুষদের ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে দেয়, বেশী ডিভোর্স দেয় ইত্যাদি। এমনভাবে সামাজিক মাধ্যমে উঠে আসে মনে হয়, শিক্ষিত হওয়াই বড় দোষের, আর যারা অশিক্ষিত তারা অনেকটা ধোয়া তুলসিপাতা।”

আসলেই কি এটা ঠিক? না ঠিক না। এর প্রমান হিসেবে আমি প্রিন্স ভাইয়ের এই স্ট্যাটাসটা পড়তে বলব আপনাদের। উপরের অংশটুকু উনার সেই স্ট্যাটাসেরই।

৫.

একজন মানুষ কি আসলেই কোন পার্থক্য গড়ে দিতে পারে?

হ্যাঁ, পারে। একজন মানুষ চাইলে সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারে যদি তার সাহস ও সেই ত্যাগ করার সামর্থ্য থাকে। ফটোগ্রাফার GMB Akash তার প্রমাণ।

ফটোগ্রাফার জি এম বি আকাশ
ইমেজ সোর্সঃ GMB Akash


তার ফ্যান ফলোয়িং এ কাজে লাগিয়ে GMB Akash প্রায় ৪০টার মতো শিশুদের শিশু শ্রমের কালো থাবা থেকে বাচিয়ে নিয়ে এসেছেন, শিক্ষার আলোয় আলোকিত করে তুলছেন। তিনি প্রমাণ করেছেন যে, একটা ছবি কতখানি শক্তিশালি হয়ে উঠতে পারে। একজন মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে!

৬.

মেডিকেল পরীক্ষার নামে কালোদের উপর সাদাদের অমানবিক অত্যাচার
ইমেজ সোর্সঃ সালাহ উদ্দিন আহমেদ জুয়েল এর ফেসবুক

যে “সভ্যতা” নিয়ে পশ্চিমারা গর্ব করে, অন্যদেরকে অসভ্য, বর্বর বলে, সেই সভ্যতার প্রায় সবটুকুই দাঁড়িয়ে আছে এরকম অমানবিকতার, পৈশাচিকতার উপর। ঔপনিবেশিক শোষণের উপর।

তোহা ভাই

পশ্চিমা সভ্যতা আমাদের নানা ভাবে সভ্য হওয়ার তোষণ দেয়। কিন্তু কালোদের উপর তাদের করা অত্যাচার অনেক ক্ষেত্রে একনায়কদের ছাড়িয়ে যায়। এই পোস্টটা পড়লে আপনি জানতে পারবেন, সাদারা মেডিকেল সাইন্সের নামে কালোদের শরীর নিয়ে কি রকম কাটা ছাড়া করতো তাও জীবত অবস্থায়! ভয়াবহ!

“জে. ম্যারিয়োন সিমস- আধুনিক গাইনিকোলজির জনক- তার সার্জিক্যাল পরীক্ষানিরীক্ষাগুলোর জন্য কিনে আনতেন কালো মহিলা দাসদের, এবং তাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করতেন ল্যাবে।
তিনি দিনের পর দিন এই মহিলাদের উপরে জননাঙ্গের সার্জারি চালিয়ে গেছেন কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই, কেননা তার মতে- “কালো মেয়েদের ব্যথার অনুভূতি নেই।”
জে. ম্যারিয়োন সিমস ‘গাইনিকোলজির জনক’ অভিধাটি পেয়েছিলেন বিশেষত আলাবামার বিভিন্ন খামারে দাসী হিসেবে নিয়োজিত সেইসব নারীদের উপর পরীক্ষানিরীক্ষা চালিয়ে, যে-নারীদেরকে তাদের খামার-মালিকরা যৌননির্যাতন চালাতে গিয়ে প্রতিরোধের শিকার হয়েছে। অর্থাৎ, এদেরকে তারা এই গিনিপিগের মতো ব্যবহারের কাজে দিয়ে দিতো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য।”

সালাহ উদ্দিন আহমেদ জুয়েলের লেখা পুরো লেখাটা পড়ুন এখানে।

৭.

রোজার ঈদের বাজার ও রমজানের অর্থনীতি
ইমেজ সোর্সঃ ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপ

“বাঙালির সবচেয়ে বড় উৎসব কোনটা?
রোজার ঈদ। বা সেমাই ঈদ। বা ঈদুল ফিতর। ধর্মীয় বা সামাজিক সম্পৃক্ততা বাদ দিয়ে শুধু যদি এর সাথে রিলেটেড ইকোনমিক এক্টিভিটি হিসাব করেন।
অনেকে ভাবতে পারেন কুরবানির ঈদ, দুই বাংলা মিলিয়ে দুর্গাপূজা অথবা পয়লা বৈশাখ উদযাপন হয়তো সবচেয়ে বড়। কিন্তু না। এককভাবে শুধু রোজার অর্থনীতির আকার প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। আর ঈদকে বিবেচনায় নিলে এর কিউমিলিটিভ বাণিজ্যের পরিমাণ হবে আড়াই থেকে তিন লাখ কোটি টাকা।”

ইন্টারেস্টিং একটা লেখা। পুরোটা পড়বেন। ঈদের বানিজ্য নিয়ে ভালো একটা এনালাইসিস।


♣ টেক

অন্য সবার থেকে কম লাইমলাইটে থাকলেও স্ন্যাপচ্যাট পেছনে বসে ঠিকই বাজি হাকিয়ে যাচ্ছে। তাদের বর্তমান একটিভ ডেইলি ইউজার সংখ্যা টুইটার থেকেও বেশি! সংখ্যায় সেটা ১১৫ মিলিয়ন প্রায়!

স্ন্যাপচ্যাট
ইমেজ সোর্সঃ টুইটার

জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ FTX এর কথা আগের ডাইজেস্টগুলাতে বেশ কয়েকবার লিখেছি। তার ফাউন্ডারকে আমার খুব ভালো লাগে। ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে সম্প্রতি সে তার নিজের অপিনিয়ন জানিয়েছে টুইটারে।

ক্রিপ্টোকারেন্সি
ইমেজ সোর্সঃ টুইটার

♣ এই সপ্তাহের মিম

আমেরিকান সিলিকন ভ্যালির আর্লি টেক এন্ট্রেপ্রেনিউররা দিন দিন টুইটারে একেকটা মিম একাউন্ট হয়ে উঠছে। এত মজা লাগে এদের ফলো করতে।

সিলিকন ভ্যালি মিম
ইমেজ সোর্সঃ টুইটার

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি 👌

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর
ইমেজ সোর্সঃ সাহাব ব্রাদার

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ এই সপ্তাহের ভিডিও

মায়েদের কেনই পারফেক্ট হতে হবে? কেন তারা পারফেক্ট না হয়েও মা হতে পারবে না?
এই ভিডিওটা এই ভাবনার খোরাক জোগায়!

◘ এনএফটি নিয়ে বর্তমানে খুব মাতামাতি হচ্ছে। অনেকেই এটাকে নিউ একটা টেক বলেই ধরে নেন। কিন্তু এনএফটির যে ফাউন্ডেশন, তা কিন্তু অনেক আগেই গেমিং দুনিয়া থেকে শুরু হয়েছে। আর তার লিডিং প্ল্যাটফর্ম ছিল স্টিম।
এনএফটি, ক্রিপ্টো, গেমিং ও ভার্চুয়াল দুনিয়া নিয়ে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন।

সোর্সঃ ইউটিউব

◘ ওপেন এআই এর ডালি-টু নামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিশনামা ডাইজেস্টের একটা ইস্যুতে লিখেছিলাম। আপনাদের দেখিয়েছিলাম কিভাবে এই এআই শুধুমাত্র টেক্সট ইনপুট থেকেই অসাধারণ আর্ট, ডিজিটাল ইমেজ তৈরি করে ফেলে।

ডালি-টু কিভাবে কাজ করে কোল্ড ফিউশনের এই ভিডিওতে সেই বিষয়টা বিস্তারিত তুলে ধরেছে। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন।

সোর্সঃ ইউটিউব

ইলন মাস্ক কি কারণে টুইটার কিনতে চায়? ইলন মাস্ক টুইতার কেনার আগ্রহ প্রকাশ করার পর থেকে এই প্রশ্ন নিশ্চয় আপনার মনে আসছে। এই ভিডিও থেকে অনেকটা উত্তর পাবেন।

সোর্সঃ ইউটিউব

বাংলার প্রকৃতি! আসুন চোখ জুড়াই!

আমেরিকার এই স্কুলের বাচ্চারা তাদের মুসলমান বন্ধুদের সাথে রোজা রেখে একাত্ন হয়।

◘ Drew Binsky কে ফলো করেন? তার ভিডিওগুলো আমার ভাল লাগে। সম্প্রতি সে আমেরিকার সবচেয়ে বড় মসুলমানদের শহরে ইফতার নিয়ে একটা ভিডিও বানিয়েছে। শহরটা মিশিগানের Hamtramck শহর। আমেরিকার কোন শহরে আযান হচ্ছে, দেখতে ভালই লাগছে!


♣ ক্রিয়েটর ইকোনমি

Seek Discomfort.

তাদের এই শ্লোগানই তাদের সম্পর্কে অনেক কিছু বলে দেয়। বলছিলাম আমার প্রিয় ইউটুবারদের এক “ইয়েস থিওরী”র কথা। ‘Yes theory’ আপনাকে আপনার কম্ফোর্ট জোন থেকে বের হওয়ার উতসাহ দেয় তাদের নানান এডভেঞ্চারের মাধ্যমে।

যারা এডভেঞ্চার প্রিয়, তাদের বলব অবশ্যই ইয়েস থিওরীর এই দুই বান্দার ইন্টারভিউটা দেখার জন্য। যারা ইউটুবিং করছেন বা ক্রিয়েটর হতে ইচ্ছুক তারা অবশ্যই দেখবেন। ইন্টারভিউটা নিয়েছে আমার আরেক পছন্দের ইউটিউবার ডুয়ো কলিন ও সামির।

সোর্সঃ ইউটিউব

বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের কোলাবেরশন দেখে সেই ভালো লাগছে। আর এই কোলাবেরশনটা দেশের মাটিতে হচ্ছে, বিদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের দেশে আসছে, আমাদের দেশের ক্রিয়েটরদের সাথে কোলাবরেশন করছে দেখে আর ভালো লাগছে।

সম্প্রতি মিডল ইস্টের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর “Khalid Al Ameri” বাংলাদেশে এসেছে আর রাফসান দ্যা ছোট ভাই এর সাথে কোলাবরেশন করেছে। যেমন – বাংলাদেশের ইফতার নিয়ে এই ভিডিওরাফসানের বাসায় দেশী ঘরোয়া ইফতার নিয়ে এই দুইটা ভিডিও আমার ভাল লাগছে।


♣ পপ-কালচার

মার্ভেল ইস্টার এগ নিয়ে যারা অনেক আগ্রহী আমি তাদের চার্লির এই ট্রেইলার ব্রেকডাউন দেখতে বলব। আমি চার্লির “ইমার্জেন্সি এউসোম” এর নিয়মিত সাবস্ক্রাইবার।

সোর্সঃ ইউটিউব

থরের নিউ ট্রেইলারটার ব্রেকডাউনে মার্ভেলের নেক্সট ফিল্ম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন।

মাঝে মাঝে আমার মনে হয় টম ক্রুজ আসলে মানুষ না, এ এক অন্য লেভেলে চলে গেছে।

সোর্সঃ ইউটিউব

তার নতুন মুভি টপ গান মেভেরিকের এই ফিচারেটটাই দেখুন। প্লেন চালানো দেখানোর জন্য কি পরিমাণ শ্রম দিছে এই মানুষটা! অভিনেতা থেকে সে আসলেই অন্য লেভেলে চলে গেছে।

চলোনা.. হারিয়ে যাই, তোমায়.. নিয়ে.. কোনো নাম.. না জানা.. ঐ অজানা শহরে… দিলকার সালমান ট্রিবিউট। যারা দুলকার সালমানের ফ্যান তাদের এই ভিডিওটা ভালো লাগবে।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

হাবিবের এই গান “মন মুনিয়া” আজকের ইস্যুর গান।

সোর্সঃ লেজার ভিশন ইউটিউব

গানের পাশাপাশি আরেকটা জিনিস জেনে জান, ভালো লাগবে। কিভাবে আমাদের বিখ্যাত রোজার ঈদের গান “ওই রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ” জন্ম নিলো।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
ছবিঃ কাজী নজরুল ইসলাম (সোর্স- অজানা)

“শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তাঁর পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাস উদ্দীন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগুতে দিবেন না।
আব্বাস উদ্দীন নজরুলকে সম্মান করেন, সমীহ করে চলেন। নজরুলকে তিনি ‘কাজীদা’ বলে ডাকেন। নজরুল বললেন, “বলে ফেলো তোমার আবদার।”
আব্বাস উদ্দীন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, “কাজীদা, একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল এরা কী সুন্দর উর্দু কাওয়ালী গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামি গান তো তেমন নেই। বাংলায় ইসলামি গান গেলে হয় না? আপনি যদি ইসলামি গান লেখেন, তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে।” “

পুরো লেখাটা পড়ুন এখানে।

♣ এ সপ্তাহের ছবি

Headscape Mirror Auras, Digital, 2022

নিশনামা ডাইজেস্ট এ সপ্তাহের ছবি ইস্যু ৪৩
Posted by
u/Voidspace_

♣ এই সপ্তাহের উক্তি

এ সপ্তাহের উক্তি নিশনামা ডাইজেস্ট ৪৩
ইমেজ সোর্সঃ টুইটার

“একটি কম্পিউটার, ইন্টারনেট, আর জাস্ট আপনার মস্তিষ্ক।
— একটি উন্নত জীবনের জন্য আপনার যা প্রয়োজন।
কৌতূহলী হোন, শিখতে মজা নিন, এবং সেটা নিজের জীবনে প্রয়োগ করুন।”


এই “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৪৩ কেমন লাগলো কমেন্টে জানাবেন।

—–নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”



লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.