অপছন্দের পাত্র, মাই সেক্সি তামিল ফ্রেন্ড ও ১০ বছর পুরনো মিম! | নিশনামা ডাইজেস্ট ৪৮
নিশনামা ডাইজেস্টের ৪৮তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- সবার পছন্দের পাত্র হওয়া জরুরী না!
- ইলন মাক্স কি টেসলা দখল করে নিয়েছিলো?
- টিকটক কি নতুন গুগল সার্চ?
- স্পিরিট অফ স্যাম বার্নস!
- খাবি লামির উত্থান!
- ধুম ধারক্কা ধানুশ!
তাহলে শুরু করা যাক!
♣ এই সপ্তাহের ভাবনা
◘ এই উপদেশটাকে লাইফের একমাত্র উপদেশ হিসেবে নিতে পারেন। আপনার অন্য কোন কিছু না মানলে চলবে। কিন্তু এইটা মানতে পারলে আপনি নিশ্চিত শান্তিতে থাকবেন।
♣ টেক
◘ ইলন মাস্ককে নিয়ে তার হেটাররা অনেক সময় এই প্রচার ছড়ায় যে, টেসলার ফাউন্ডার নাকি সে না। সে আগের ফাউন্ডারকে বিদায় করে দিয়ে এই কোম্পানি দখল করে নিয়েছে।
এই টুইটার থ্রেডটায় খুব সুন্দর করে এই মিথ্যাকে ব্রেক-ডাউন করা হয়েছে। টেসলা কোম্পানি কিভাবে শুরু আর ইলন মাস্ক কিভাবে টেসলাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে তা এই টুইটার থ্রেডে পরিষ্কার ভাবে তুলে ধরেছে।
কেউ যদি এই মিথ্যা কথা বলে তার মুখে এই থ্রেডটা ছুঁড়ে দিতে পারেন।
◘ জেনারেশন জি’রা কি এখন গুগল সার্চ ব্যবহার করা কমিয়ে ফেলছে? তাহলে তারা এখন কোথায় সার্চ করছে?
গেস হোয়াট!
টিকটকে!
মিথ্যা না, সত্যি বলছি!
স্বয়ং গুগলই এটা বলছে! এটা পড়ুন!
♣ ইউটিউব থেকে
◘ অনেক দিন পর ভালো একটা টেড টক দেখলাম। এই বাচ্চাটা জানে সে বেশিদিন বাঁচবে না, তারপরও তার লাইফ স্পিরিটটা দেখুন!
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ টিকটক থেকে খাবি লামিকে কে না চেনে? কোন কিছু না বলেই এই লোকটা শুধু নিজের রিয়েকশন দেখিয়ে টিকটকে পৃথিবীর সবচেয়ে বেশি ফলোয়ারওয়ালা সেলিব্রেটি হয়ে গেছে।
লাখ লাখ ডলার স্পন্সর থেকে বিখ্যাত ব্র্যান্ড হুগো বসের ব্র্যান্ড এম্বেসেডার হয়ে যাওয়া, একজন ফ্যাক্টরী ওয়ার্কার থেকে শুধু মাত্র সোশ্যাল মিডিয়া দিয়ে এই জায়গায় খাবি লামির চলে আসা ক্রিয়েটর ইকোনমির একটা উজ্জ্বল উদাহারন!
এই টুইটার থ্রেডে তার লাইফের এই উত্থান কিছুটা উঠে এসেছে। পড়তে পারেন।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ পপ-কালচার
◘ দ্যা গ্রে মেন।
এই সপ্তাহে দেখলাম নেটফ্লিক্সের এই মুভিটি। রায়ান গোসলিঙ, ক্রিস ইভানস, আনা ডি আমারাস আর ধানুশ! ধুম ধারাক্কা একশন মুভি দেখতে চাইলে এটা দেখতে পারেন।
আমার রেটিং ৮/১০!
ক্যাপ্টেন আমেরিকাকে এখনে আপনার অন্য রূপে আবিষ্কার করবেন। এ যেন এক অন্য ক্রিস ইভানস!
ধানুশ খুব কম সময়ের জন্য থাকলে “সেক্সি তামিল ফ্রেন্ড” নিজের জাত চিনিয়ে দিয়েছে। ধানুশকে হলিউডের এইসব একশন মুভিতে অনেক মানাবে। দেখা যাক আর কি মুভি করে সে!
দ্যা গ্রে মেন এর ট্রেইলারঃ
♣ এ সপ্তাহের গান
◘ পরাণ ছবির এই গানটা আমার স্ত্রীর অনেক পছন্দের। এই গানের মিউজিকটা ভালো লেগেছে।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের ছবি
◘ “ডিস্ট্রাক্টেড বয়ফ্রেন্ড” নামের এই মিমের কথা মনে আছে?
স্টক ফটো থেকে এই মিম সব জায়গায় ছড়িয়ে গিয়েছিলো। ১০ বছর পর সেই ছবিটিই আবার রি-ক্রিয়েট করা হয়েছে।
(ছবির মানুষগুলা কিন্তু ১০ বছর আগের ঐ তিনটা মানুষ না। এরা জাস্ট কস-প্লে করেছে।)
♣ এই সপ্তাহের উক্তি
“যারা নিজের জীবনে শান্তি পায় না এদের বেশিরভাগ অন্যের জীবনে অশান্তি তৈরি করতে ভালোবাসে।
◘ এই রকম মানুষগুলো এড়িয়ে চলুন। এদের নিজের জীবন থেকে ঝেড়ে ফেলুন। আপনার লাইফের শান্তি অনেক বেশি বেড়ে যাবে!
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৪৮ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন নতুন ইস্যু।
– নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ