নিশনামা ডাইজেস্ট ইস্যু ৫৩ নিশাত শাহরিয়ার

এনএফটি সাবস্ক্রিপশন মডেল, টপ গান ম্যাভেরিক ও প্রিন্সেস ডায়ানা | নিশনামা ডাইজেস্ট ৫৩

নিশনামা ডাইজেস্টের ৫৩তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ

  • এই সপ্তাহের ভাবনা
  • এনএফটি কি সাবস্ক্রিপশন মডেলের ভবিষ্যৎ?
  • লোকাল মিডিয়া ও নিউজলেটার মিডিয়াম
  • সিলিকন ভ্যালীর অউক কালচার প্রবলেম
  • বিল গেটস কেন আমেরিকার ফার্মল্যান্ড কিনছে?
  • প্রিন্সেস ডায়ানা! ❤❤❤

আগস্ট মাসের শেষ নিশনামা ডাইজেস্ট শুরু করা যাক!

নিশনামা ডাইজেস্ট ৫৩ নিশাত শাহরিয়ার
Photo by Umesh Soni on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

“কেউইই আপনি কি তা নিয়ে চিন্তা করছে না! তারা তাদের নিজেদের চিন্তায়ই ব্যস্ত!”

— রায়ান হলিডে

◘ নিজেকে একটা ফেভার করেন প্লিজ, অযথা মানুষ কি বলবে চিন্তা করা বাদ দেন! নিজেকে ভালবাসুন!


♣ টেক

◘ আমি জানি অনেকে এনএফটি সম্পর্কে যা জানেন, তাহলো এনএফটি একটা স্ক্যাম। এর কোন রিয়েল লাইফ ভ্যালু নাই।

কিন্তু আমি যদি বলি আছে?

এনএফটি যে টেকনোলজিতে দাঁড়ানো সেটা সাবস্ক্রিপশন বেজড মডেলের বেশ ভালো কাজে লাগতে পারে।

এনএফটি সাবস্ক্রিপশন মডেল
এনএফটির ভবিষ্যৎ

এই টুইটার থ্রেডটা পড়ুন, একটা ভালো ধারণা পেয়ে যাবেন।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ লোকাল মিডিয়া সেক্টর অন্যান্য দেশে খুব ভালো উন্নতি করছে। আমাদের দেশেও ভালো একটা মিডিয়াম হয়ে উঠতে পারে লোকাল মিডিয়া।

নাথান বেরি লোকাল মিডিয়া নিউজলেটার
নাথান বেরি টুইট

এই টুইটার থ্রেডটা দেখুন, কিভাবে এই এন্ট্রেপ্রেনিউর নাথান বেরি নিউজলেটার দিয়ে একটা শহর টার্গেট করে একটা লোকাল মিডিয়া তৈরি করে ফেলেছে। অনেক কিছু শেখার আছে। নাথান বেরি কনভার্ট কিট নামের একটা টেক কোম্পানির প্রতিষ্ঠাতা।

আমি নিশনামাকে এরকম লোকাল মিডিয়া হিসেবে তৈরি করতে চাই!


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ এই লোকটাকে হয়তো আপনি চিনেন না। কিন্তু তার কোম্পানি কয়েনবেসের নাম হয়তো শুনে থাকবেন, যদি আপনি ক্রিপ্টো কারেন্সি নিয়ে ঘাটাঘাটি করে থাকেন।

এর নাম – ব্রায়ান আর্মস্ট্রং।

বেশ কিছুদিন আগে তার কোম্পানিতে সে পলিটিক্স নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছিলো, বলেছিল শুধু কাজ নিয়েই ফোকাস রাখতে।

তার এই সিদ্ধান্ত নিয়ে সেইরকম আলোচনা – সমালোচনা হয়েছিলো। অউক কালচার – woke culture এর বিরুদ্ধে কথা বলায় তথাকথিত সোশ্যাল জাস্টিস ওয়ারিওররা তাকে টেনে নামিয়ে ফেলতে চাইছিল।

কিন্তু শেষ-মেশ কি হয়েছিলো? কে জিতেছিল এই যুদ্ধে?

এটা নিয়ে কিছুদিন আগে সে লেক্স ফ্রিডম্যান এর পডকাস্টে নিজের কথা বলেছিল। শুনতে পারেন। সিলিকন ভ্যালীর টেক জায়ান্ট, অফিস পলিটিক্স, অউক কালচার এইসব সম্পর্কে ধারণা পাবেন।

The case against woke culture | Brian Armstrong and Lex Fridman

◘ বিল গেটস কেন আমেরিকার ফার্মল্যান্ড কিনছে?

এই নিউজটা তো শুনেছেন। বিল গেটস আমেরিকার সবচেয়ে বড় ইন্ডিভিজুয়াল কৃষি জমির মালিক।

কিন্তু সে এই কৃষি জমি কিনছে কেন? আর আপনারই বা কৃষি জমি কেনার এখনি উপযুক্ত সময়!

এই ভিডিওতে উত্তর পাবেন।

Why Bill Gates is buying up farmland… and you should too

♣ পপ-কালচার

◘ টম ক্রুজের টপ গান দেখলাম সেদিন।

এবং বুঝলাম কেন এই মুভি ইউএস বক্স অফিসে এভেঞ্জারসকে পেছনে ফেলে বিলিয়ন ডলার কামানোতে নাম্বার ওয়ানে চলে আসছে।

Top Gun Maverick Trailer

ট্রেইলারটা দেখছেন ব্রাদার? শরীরের লোম খাড়া হয়ে যায় না?!

ভাইরে ভাই! কি বলব! এই টম ক্রুজ লোকটা মানুষ না কি একটা!

সে অভিনেতা হিসেবে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছে। এই বয়সে এভাবে কেউ এক্টিং করতে পারে! তাকে মুভিতে দেখে আমার শুধু জ্যাকি চানের কথা মনে হয়।

টম ক্রুজের জন্য হলে টপ গান ম্যাভেরিক বার বার দেখা যায়।

আফসুস হচ্ছে, এই মুভি হলের পর্দায় দেখতে পারছি না! একমাত্র হলের পর্দায়ই এই মুভির জন্য পারফেক্ট!

♣ এ সপ্তাহের গান

◘ কোকাকলার এই এডটা মিউজিকটা অনেক পরে শুনলাম। এভিসিকে অনেক মনে পড়ছে!

Avici – CocaCola

♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের ছবি

◘ প্রিন্সেস ডায়ানা,

তবুও সুন্দর! ❤❤❤

প্রিন্সেস ডায়ানা
প্রিন্সেস ডায়ানা

১৯৮১ সালে লন্ডনের ভিক্টোরিয়া ও আলবার্ট মিউজিয়ামের পার্টিতে প্রিন্সেস ডায়ানা, নডিং অফ।


♣ এই সপ্তাহের উক্তি

“আপনার যদি ইন্টারনেট এক্সেস থাকে, তাহলে আপনার শিক্ষার সুযোগ ও এক্সেস দুইটাই আছে।”

◘ এই কথাটা কতখানি সত্য, এখনকার জেনারেশন বুঝতে পারবে না। আমি ৯০ দশকের জেনারেশন থেকে এসেছি। এখন যেমন এত বেশি রিসোর্স অনলাইনে ফ্রি এভেইলেবল আছে আমার সময় এমন ছিল না! ব্রডব্র্যান্ড জিনিসটাও ঘরে ঘরে সহজলভ্য ছিল না! সাইবার ক্যাফেতে গিয়ে টাকা খরচ করে ইন্টারনেটে ঢুকতাম, আর চেষ্টা করতাম ওই কিছু সময়ে যতখানি শিখতে পারি!

এখনকার জেনারেশনের পোলাপাইনকে আমার অনেক ভাগ্যবান মনে হয়! আহা, তারপরও যদি এরা এইসব ফ্রি রিসোর্সকে কাজে লাগাত।


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৫৩ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহেই আমি নতুন নতুন ইস্যু পোষ্ট করে যাচ্ছি। নিশনামা ভিজিট করুন নিয়মিত, পড়ুন নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু।

– নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.