এক চিলতে রোদ | অনু কবিতা
এক চিলতে রোদ
আমায় ফিরিয়ে দাও!
আমি তোমার ভালবাসা ফিরিয়ে দেব,
সব দাবি ফিরিয়ে নেবো।
সব কবিতা আর গান,
একটা চুমোর আবদার।
ফিরিয়ে নেবো সব!
যদি তুমি আমায় দিতে পারো
এক চিলতে রোদ।
পারবে কি দিতে?
বি: দ্র ঃ একই সাথে আমার ব্লগ ও প্রথম আলো ব্লগে প্রকাশিত
প্রথম প্রকাশ – আমার সামহোয়্যার ইন ব্লগে………
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- শুয়োপোকা | কবিতা
- রেমির জন্য ভালোবাসা | ছোট গল্প
- ইটের গাঁথুনিতে গেঁথে গেছে | কবিতা
- প্রেমের অণু গল্প – যে সোনায় কোন খাদ নেই
- ভূতেরা আর আসে না! | কবিতা
- প্রথম রক্তদানের অনুভূতি!
- মধ্যবিত্তের অযোগ্য ভালোবাসা,নিয়তির দোষ!
- মানুষ হয়ে জন্মানোটা আসলেই পাপ!
- বাংলাদেশী চ্যানেল গুলো কেন হিন্দি চ্যানেল এর সাথে পেরে উঠছে না?
- এক চিলতে রোদ | অনু কবিতা