নেটওয়ার্কিং যেভাবে করা উচিত, টম ক্রুজ কেন এত দৌড়ায় এবং ভ্যান গগ | নিশনামা ডাইজেস্ট ৬৩
নিশনামা ডাইজেস্টের ৬৩তম ইস্যুতে স্বাগতম!
বাবা হওয়ার অনুভূতি আসলে প্রকাশ করা সম্ভব না। বাবা হওয়ার পরই এই জিনিসটা বুঝা সম্ভব। সম্প্রতি বাবা হয়ে এটা আমি বুঝতে পেরেছি। আমার মেয়ের সাথে যে মুহুর্তগুলো কাটাই এই মুহুর্তগুলোর জন্য আমি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ মেহেরবান! আলহামদুলিল্লাহ্!
এই ইস্যুতে যা আছেঃ
- নেটওয়ার্কিং এর সেরা উপায়
- এপল ভিশন প্রো কি নেক্সট আইফোন না ফেইল্ড প্রোডাক্ট?
- টম ক্রুজ সব মুভিতে এত দৌড়ায় কেনো?
- যেকারণে ফেমাস হবার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হবেন না!
- প্রিয় গান যা শুনছি
- এই সপ্তাহের ছবি ও অন্যান্য…
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬৩!
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ ঠিক এই কারণেই আমি এই ওয়েবসাইটটায় লেখালেখি করে থাকি, ফেসবুকে না লিখে। আমি চাই আমার মত মানুষদের সাথে পরিচিত হতে, যারা কষ্ট করে এসে এই ওয়েবসাইটে আমার লেখা পড়বে। আমি যে বিষয় গুলো নিয়ে লেখি তারা সেইসব বিষয়ে ইন্টারেস্টেড। এইগুলা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে তারা পছন্দ করে। আপনি যদি আমার এই সিরিজ নিশনামা ডাইজেস্ট পড়তে থাকেন, তাহলে আমি আপনার কথাই বলছি!
কমেন্ট করুন! আমি রিপ্লাই দিব। আসুন পরিচিত হই!
♣ টেক
◘ এপল ভীষণ প্রো কি নেক্সট আইফোন? চমৎকার এই এনাইলাইসিসটা দেখতে পারেন। যদিও এপল ভিশন প্রো তাঁর হাইপ হারিয়েছে তারপরও ভিডিওটা দেখতে পারেন।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ আপনার যদি সত্যিকার অর্থে কন্টেন্ট ক্রিয়েট করা নিয়ে আগ্রহ থাকে কিন্তু শুধুই ফেমাস হওয়ার আগ্রহ নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন তাহলে আমি আপনাকে টিম ফেরিসের এই পডকাস্ট দেখতে শুনতে বলব। টিম আমার প্রিয় বই “ফোর আওয়ার ওয়ার্ক উইক” এর লেখক। এই একটা বই আমার জীবন বদলে দিয়েছে। কলিন আর সামিরকে দেওয়া তাঁর ইন্টার্ভিউটা অবশ্যই দেখবেন।
টিম ফেরিসের চমৎকার একটা উক্তি শেয়ার করছি (যেটা আমার প্রিয় একটা উক্তি) —
“সেই খেলাটাই পছন্দ করো যেটা তুমি দীর্ঘমেয়াদে খেলতে পারবে”
টিম ফেরিস
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ অনেক দিন পর চমৎকার এইটা নাটক দেখলাম – বুক পকেটের গল্প। আপনাদেরও রেকমেন্ড করছি, দেখতে পারেন। ভাল সময় কাটবে।
♣ পপ-কালচার
◘ কখনো কি চিন্তা করেছেন টম ক্রুজ প্রায় সব মুভিতে দৌড়ায় কেন? আপনার মত আমারও প্রশ্ন আসত, এই লোককে এত দৌড়িয়ে ছবির প্রযোজকের কি লাভ?
লাভ আছেরে ভাই লাভ আছে! এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন!
ভিডিওর কমেন্টে এই লোক মজার একটা কমেন্ট লিখেছে —
“দি ম্যান হ্যাজ দ্য মোস্ট এস্থেটিকলি প্লেজিং রান আই এভার সিন!”
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ আপডেটঃ ফিলিস্তানে ইসরাইলের অবৈধ দখল করা জায়গায় ফ্যাক্টরি স্থাপন করে ইসরাইলের অবৈধ দখলদারিত্বকে সাপোর্ট করায় কোকাকলা ও কোক স্টুডিও বর্জন করলাম। ফ্যাক্ট জানতে চাইলে এই পোষ্টটা পড়ুন।
♣ এ সপ্তাহের ছবি
◘ ভ্যান গগ এই যুগে থাকলে কি জব করতেন?
♣ এই সপ্তাহের উক্তি
◘ নিজের আশেপাশে আপনার থেকে বেটার, আপনার থেকে ভালো মানুষদের রাখুন। জীবন বদলে যাবে!
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৬৩ কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই কয়দিনে আর ৩টি ইস্যু প্রকাশের ইচ্ছা আছে। অনেকদিন ধরে লেখালেখি বন্ধ থাকায় হাতে জং ধরে গেছে। তাই এই সপ্তাহে আর দুইটা ইস্যু লিখব। এরপর নিয়মিত ইস্যু প্রকাশে যাব।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ!
দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ।
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
লেখালিখি দিনলিপি চিন্তাভাবনা দর্শন আইডিয়া
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ