ক্রিয়েটিভিটি আনলকড, ইন্ট্রোভার্ট লিডার ও লন্ডন ট্যাক্সি | নিশনামা ডাইজেস্ট ৬৫
নিশনামা ডাইজেস্টের ৬৫ তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের ক্রিয়েটিভিটিকে লিমিটলেস করতে সাহায্য করছে?
- ইন্ট্রোভার্ট লিডাররা কি জয়ী হতে পারে?
- কিভাবে একজন ইউটিউবার নিজ জায়গা থেকে নতুন পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখছে
- হরর কাহিনী যদি আপনার ভালো লাগে তাহলে এই শর্ট ফিল্ম আপনার জন্য
- একটা লন্ডন ট্যাক্সি কতদূর পর্যন্ত যেতে পারে? ভেরি ইন্টারেস্টিং!
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬৫!
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ এই জিনিসটা নিয়ে আমি আমি এই সপ্তাহে অনেক ভাবছিলাম। আমাদের মাঝে যখন পরিবর্তন আসে তখন আমরা অনেক গ্রো করি, আমরা আমাদের পটেনশিয়াল খুঁজে পাই। আমরা যখন কোন কিছু হারাই তখন তা আমাদের ভালো কিংবা খারাপ যেকোন দিকে ধাবিত করতে পারে।
জনপ্রিয় বই “দ্যা সাঁটল আর্ট নট গিভিং এ ফাঁক” বইয়ের লেখক মার্ক ম্যানসনের মতে, সকল প্রকার গ্রোথের জন্যই লসের দরকার আছে। আপনার আগের ভালোবাসা, আপনার পুরনো মূল্যবোধ, আপনার পুরনো স্বভাব কিংবা আপনার পুরনো আইডেন্টিটির লস। এই লসের সাথে, গ্রোথের সাথে তাই মাঝে কিছু দুঃখেরই সংযোগ আছে।
♣ টেকনোলজি
◘ মানুষ এ আই দিয়ে কি কি জিনিস করছে রে ভাই, মাথার বাইরে দিয়ে যায়। এই ভিডিওটা দেখুন, এই ডকুমেন্টারিটা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো হয়েছে।
আমি বিশ্বাস করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েটিভ মানুষজনের অনেক পটেনশিয়াল আনলকড করে দিয়েছে। ক্রিয়েটিভ লোকরা এ আইকে ভয় পাবে না, বরং এ আই দিয়ে তাদের বর্তমান ক্রিয়েটিভেটিকে হাইপার স্পিডে নিয়ে যাবে।
◘ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেনসের আরেকটা দিক আছে, যেটা নিয়ে আমি এইখানে কথা বলাটা দরকার মনে করছি। এ আইয়ের অন্ধকার দিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় নেগেটিভ দিক হল – ডিপ ফেইক।
হ্যাঁ, এটা একটা রিয়েল সমস্যা যা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারব না। ডিপ ফেইক প্রযুক্তি কত এগিয়ে গেছে বুঝতে হলে এই ছোট ভিডিওটা দেখুন। কত সহজেই ফ্রিতেই ডিপ ফেইক বানিয়ে ফেলা যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব নিয়ে, এর নেগেটিভ ইফেক্ট নিয়ে যখন আমি চিন্তা করি তখন আমার অনেক বেশি দুশ্চিন্তা হয়। কারণ আমরা এখনো এইসব প্রযুক্তির ব্যাপারে সচেতন না, এগুলার প্রতিরোধও কিভাবে করতে হবে আমরা জানি না।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অন্ধকার দিক সম্পর্কে আমাদের জানতে হবে, সচেতন হতে হবে এবং ভবিষ্যৎ এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ আমার এই ওয়েবসাইটে মনে হয় মিস্টার বিস্টকে নিয়ে ১০০এরও উপরে আলোচনা করে ফেলেছি। জানি কেউ কেউ আমার উপর বিরক্ত হতে পারেন কিন্তু মিস্টার বিস্ট এমন একজন ফেসিনেটিং কন্টেন্ট ক্রিয়েটর যে তাকে নিয়ে সব সময়ই আলোচনা করা যায়। আরেকটা কারণ হতে পারে মিস্টার বিস্ট প্রতিনিয়ত নিজেকে ভেঙ্গে নিত্য নতুন কন্টেন্ট দিচ্ছে।
এই ভিডিওর টাইটেল দেখে বিভ্রান্ত হবেন না। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর নিজের রিচ ও পাওয়ার দিয়ে অনেক জটিল ও জরুরী বিষয়ে এআওরনেস তৈরির পাশাপাশি মাঠপর্যায়ে কত কত বিশাল বিশাল চ্যারিটি প্রজেক্ট নামায় ফেলতে পারে। মিস্টার বিস্ট তার চ্যারিটি অর্গানাইজেশন “বিস্ট ফিলান্থথ্রপি” দিয়ে দুনিয়া ব্যাপী বিশাল বিশাল কাজ করে ফেলছে।
ক্রিয়েটর ইকোনমি নিয়ে ইন্টারেস্টেড পার্সনরা অবশ্যই ভিডিওটা দেখবেন।
◘ একদল কন্টেন্ট ক্রিয়েটর লন্ডনের একজন ট্যাক্সি ড্রাইভারকে ১০ হাজার ডলার দিয়ে অফার দেয়, তোমার এই কালো ট্যাক্সি আমাদের কত দূর নিয়ে যেতে পারবে? চলো দেখি তো!
অনেক দিন পর আমি একটা অসাধারণ কন্টেন্ট দেখেছিলাম। ইয়েস থিওরি অনেক আগ থেকেই আমার প্রিয় এবং তাদের এই কন্টেন্ট প্রিমিয়াম কোয়ালিটর দিক থেকে প্রফেশনাল ডকুমেন্টারিকেও টপকে যাবে।
ভিডিওটার কমেন্ট সেকশনে একজন কমেন্ট দিয়েছে –
“আমি দেখতে এসেছিলাম কোন পাগল এই ক্রেজি অফারটা নিবে, কিন্তু শুধুমাত্র রেজির পার্সোনালিটির জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকলাম। এবং আমি খুশি যে পুরো ভিডিওটা আমি উপভোগ করেছি!”
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ নাদির অন্য দ্যা গো আমার একজন পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর। আমার মনে হয়, আপনাদেরও।
সম্প্রতি তার বানানো এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। আমার মনে হয় এটা সবার দেখা উচিত। প্রবাসীরা বিদেশ কি কষ্টে আছেন এটা আমাদের জানা, বুঝা আর ফিল করা উচিত।
এই ভিডিওতে, নাদির সরাসরি দুবাই এর রাস্তায় গিয়েছেন এবং প্রবাসী বাঙালিদের ইন্টারভিউ নিয়েছেন যারা এই শহরে থাকে এবং সেই সাথে জানার চেষ্টা করেছেন তাদের দৈনন্দিন জীবন, তাদের গল্প এবং তাদের সংগ্রাম সম্পর্কে।
♣ পপ-কালচার
◘ “যখন এক বিবাহিত দম্পতি হটাৎ করে আবিষ্কার করে তাদের বাড়ির একটা দরজা উল্টো দিকে তাদের বাড়িরই মিরর ইমেজ, তখন তারা সেই উল্টো দিকে এক বিপজ্জনক রহস্যের খোঁজ পায়”
আপনার যদি সায়েন্স ফিকশন, প্যারালাল ওয়ার্ল্ড, হরর তিনটাই পছন্দের বিষয় হয়ে থাকে তাহলে এই তিনটার কম্বিনেশনে এই হরর শর্ট ফিল্মটা আপনার ভালো লাগবে।
♣ ব্যবসা
◘ “Some of the greatest leaders you’ve never heard of are introverts. The one thing all great leaders have in common is an undying belief in their cause.”
আমি একজন ইন্ট্রোভার্ট। কিছু কিছু সময় আমার জন্য এটা অনেক কঠিন হয়ে যায় অন্যদের সাথে কাজ করা। অনেক সময় আমার ইন্ট্রোভার্ট স্বভাবের কারণে অনেক সময় অন্য পক্ষ কনভার্শন কিংবা কনফ্লিক্টে ডমিনেট করে ফেলে। জিনিসটা তখন অনেক ফ্রাস্টেটিং লাগে। আমার মনে হয়, যারা আমার মত ইন্ট্রোভার্ট তারাও এটা অনুভব করেন।
আপনি এরকম কেউ হলে এই ভিডিওটা দেখতে পারেন। দুনিয়ার অনেক গ্রেট লিডাররা ইন্ট্রোভার্ট। কিন্তু এইসব অসাধারণ মানুষদের মাঝে একটা কমন জিনিস হচ্ছে, তাদের উদ্দেশ্যের প্রতি তাদের অবিরাম বিশ্বাস।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ ২০০৯-১০ এর দিকে কিছু গান ক্রমাগত শুনা হত। লিমনের এই গানটা ছিল সেই লিস্টে অন্যতম।
যারা এফ এম রেডিও যুগের তারা হয়ত এই গানটা শুনেই চিনে ফেলবেন। এখনো গানটা শুনতে আগের মতই ভাল লাগে। লিমন অনেক মেধাবী একজন গায়ক ছিলেন, জানিনা এখন উনি কই আছেন কি করেন।
♣ এ সপ্তাহের ছবি
◘ বিখ্যাত হলিউড নায়িকা মেরিলিন মনরোর সাথে প্রয়াত আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডির অবৈধ প্রেম নিয়ে অনেক কানাঘুষা চলত তখন। কিন্তু সলিড কোন প্রমাণ কেউ কখনো দেখাতে পারে নি। কিন্তু এই যুগলকে নিয়ে সবারই আগ্রহ এখনো বিদ্যমান।
মেরিলিন মনরো ফার্স্ট লেডি হলে কেমন হত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখে এই যুগলের রঙ্গিন ছবি এটা।
♣ এই সপ্তাহের উক্তি
◘ আমি এই জিনিসটাতে বিশ্বাস করি। দুনিয়ার সবচেয়ে বড় এডভান্টেজ হচ্ছে কারও জন্য কোন কিছু করার পর বিনিমিয়ে কিছু না চাওয়া।
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৬৫ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ