মেটাভার্স জয়ের যুদ্ধে কে জিতবে? মাইক্রোসফট না ফেসবুক মেটা? | নিশনামা ডাইজেস্ট ৩৫
নিশনামা ডাইজেস্টের ৩৫তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে অনেক গুলো জিনিস শেয়ার করেছি। যেমন-
মেটাভার্স জয়ের যুদ্ধে মাইক্রোসফট কিভাবে মার্ক জুকারবার্গকে হারাবে?
এনএফটিই ভবিষ্যৎ কিন্তু এখন লোভ এই নতুন টেকনোলজিতে নেগেটিভ প্রভাভ ফেলছে।
কন্টেন্ট মার্কেটিং সবার জন্য না, কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো আর.আই.ও আসবে না।
ক্রিপ্টো ট্রেডিং এ কোন জিনিস সব সময় মাথায় রাখা উচিত।
এম্যাচার ইউটিবার হিসেবে আলি আবদালের ইউটিউব জার্নি থেকে আপনি কি শিখতে পারেন।
ওয়ার্ডল গেইমের ক্রিয়েটর কথা, বিটকয়েন হাইস্ট এর চমকপ্রদ ঘটনা।
চলুন শুরু করা যাক তাহলে!
Photo by julien Tromeur on Unsplash |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের ভাবনা
“শিখুনঃ
- অডিয়েন্স তৈরি
- কন্টেন্ট বানানো
- বেসিক কপিরাইটিং
- ইমেইল মার্কেটিং
- অফার ক্রিয়েশন
শুধুমাত্র এই জিনিসগুলোই লাগবে আপনার অনলাইনে সিক্স ফিগার আয় করার জন্য, আর মাত্র ১২ মাসেই এইগুলো শিখে ফেলা সম্ভব!”
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ টেক
◘ মার্ক জুকারবার্গ তার তথাকথিত ‘মেটাভার্স’ এর ফেইস হতে চায়। সে মেটাভার্স জয় করতে চায়, যেভাবে সে সোশ্যাল মিডিয়া জয় করেছে।
কিন্তু মাইক্রোসফট জুকারবার্গের এই মেটাভার্স জয়ের পথে দাঁড়িয়ে যুদ্ধ করতে চায়।
কিভাবে?
গেমস দিয়ে!
অনেক অনেক বেশি গেমস দিয়ে।
গেমস অলরেডি মেটাভার্স এর দুনিয়া, আর আমরা সেখানে বসবাস করতে শুরু করে দিয়েছি৷
বিস্তারিত এই ভিডিওতে।
◘ এনএফটি কিন্তু ভাইরাল হতে যাওয়া সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য।
Image Credits: Pearpop |
আইডিয়াটা যদিও ইউনিক না। এর আগে টুইটারের ১ম পোস্ট, জ্যাক ডরসির করা অইটা মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো।
এখানে ইনফ্লুয়েন্সারের পোস্ট ভাইরাল হতে হতে যত ভ্যালু বাড়বে তত এই এনএফটিরও ভ্যালু বাড়বে।
কিন্তু আসল কথা হলো, এইটার কি কোন দরকার আছে?
◘ লাস্টের ইস্যুতে আমি এনএফটি নিয়ে কথা বলেছিলাম। এনএফটি নিয়ে আমি প্রচুর লিখব এই ব্লগে। কারণ আমার এখনকার ইন্টারেস্ট এনএফটি।
এনএফটি ইন্টারনেটের মতোই ইউনিক একটা টেকনোলজি। এটার অনেক অনেক বেশি পটেনশিয়ালটি আছে শুধু মাত্র জেপেগ বিক্রির মাধ্যম হওয়ার চেয়েও। কিন্তু এখন আমরা দেখছি মার্কেটপ্লেসে এনএফটি সেল দেওয়া, কিনে নেওয়া, রিসেল করার একটা বুম উঠেছে। শুধুমাত্র হাত বদল করে প্রফিট করার জন্য।
পুরো ব্যাপারটা আপাতত চলছে লোভের উপর, কম সময়ে কিভাবে বেশি টাকা আয় করা যায় সেই উচ্চাশা থেকে।
৯০ দশকের ইন্টারনেট বার্স্টের মতো মতো এই এনএফটি বুমও শীঘ্রই ফাটতে যাচ্ছে।
এই ভিডিওতে স্লাইডবিনের কো-ফাউন্ডার Caya এই এনএফটি টেক নিয়ে ডিপ ডাইভ আলোচনা করেছে। এর কারেন্ট নেগেটিভ সাইড, এনএফটি মার্কেটের বর্তমান অবস্থা, এবং এই ইউনিক টেকনোলজি দিয়ে আরো কি কি ফ্যাসিলিটি আসতে পারে, কিভাবে ইভলব হতে পারে সেটা এখানে আলোচনা করা হয়েছে।
এনএফটি নিয়ে একটা পূর্নাঙ্গ ধারণা পাবেন।
◘ ক্রিপ্টোকারেন্সির ডার্ক সাইড
এই লোকটার সাথে পরিচিত হোন, তার নাম প্রোডজ।
সে তার লাইফ সেভিংস দিয়ে ডজকয়েন কিনেছিল এরপর ডজকয়েন এর দাম বাড়ায় সে মিলিওনিয়ার হয়ে যায়।
কিন্তু নিজের বোকামির জন্য সে এখন নেগেটিভ লাভে আছে।
ক্রিপ্টো কিনলেই লাভ — এটা যারা মনে করে তাদের জন্য এই ভিডিও।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ডিজিটাল মার্কেটিং
◘ কন্টেন্ট মার্কেটিং সবার জন্য না। আপনি যদি তাড়াতাড়ি রেজাল্ট চান তাহলে কন্টেন্ট মার্কেটিং আপনার জন্য না। তাহলে পিপিসি মার্কেটিং এ যান।
কিন্তু আপনি যদি লং-টার্ম ভ্যালু তৈরি করতে চান তাহলে কন্টেন্ট মার্কেটিং আপনার জন্য সঠিক।
বিস্তারিত বোঝার জন্য এই ভিডিওটি দেখুনঃ
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
কোর্স B01: ফটোগ্রাফী
কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B08: রোবটিক্স পরিচিতি
কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
কোর্স B011: রন্ধনকলা ১০১
কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ইউটিউব থেকে
◘ ২০১৬ সালে বিটকয়েন এক্সচেঞ্জ বিটফিনেক্স হ্যাক হয়। তখন কেউ জানত না কারা এই হ্যাক করেছিলো।
কিছুদিন আগে হঠাৎ করে এই বিটকয়েন গুলা হ্যাক হয়ে যে ওয়ালেটে ছিল তা থেকে ট্রান্সফার হতে থাকে৷ যেহেতু ব্লকচেইন সবকিছু পাবলিক তাই সবাই সেগুলা দেখতে পারে।
এই ওয়ালেটগুলোই অনেক আগ থেকেই এফবিআই ও গোয়েন্দা সংস্থারার নিজরদারিতে ছিল। সেই নজরদারি থেকেই সম্প্রতি এক কাপলকে পুলিশ গ্রেফতার করে।
মজার ব্যাপার হলো, এই দুইজন হাই প্রোফাইল এবং সবার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল যে এরা এই হ্যাকিং ও মানি লন্ডারিংয়ের সাথে জড়িত!
কি এক চরিত্ররে বাবা এই দুইজন। কাহিনি কিরকম বিচিত্র এই ভিডিও দেখলে বুঝতে পারবেন!
◘ আমার খুব পছন্দের একটা ইউটিউব চ্যানেল। খুবই অদ্ভুত একটা চ্যানেল। গোস্ট টাউন নিয়ে। দেখেন মজা পাবেন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ পড়ুন আমার অন্যান্য লেখা
◘ প্রেমের অনুগল্প – যে সোনায় কোন খাদ নেই
◘ বইয়ের পাতায়, বইয়ের ঘ্রানে……ও আমার সোনালি দিন!
◘ যে বই পড়লামঃ জুবোফ্স্কি বুলভার- মশিউল আলম | পাঠ প্রতিক্রিয়া | বুক রিভিউ
◘ আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না! | কবিতা
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ আলি আবদাল আমার প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরদের একজন।
আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই লোকটা কতটা গুছানো ও প্রোডাক্টিভ মানুষ। আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি একজন ক্রিয়েটর হিসেবে ও মার্কেটার হিসেবেও।
আপনি যদি নিজেকে একজন ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এপসুমু এর ফাউন্ডার নোহা কোগানের এই “আলি আবদাল” নিয়ে এনালাইসিস ভিডিওটি দেখতে পারেন। অনেক কিছুই শিখতে পারবেন।
◘ ওয়ার্ডল একটা মাইন্ডব্লোয়িং গেইম। ওয়ার্ডল কিভাবে শুরু হলো শুনুন এর ক্রিয়েটর জশ ওয়ার্ডল এর মুখ থেকে। মার্কাস ব্রাউনলির পডকাস্টটা রিসেন্টলি শোনা শুরু করেছি। ভালোই!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ পপ-কালচার
◘ ২০২১ সালে আপনার দেখা প্রিয় মুভি কোনটি? কমেন্ট করে আমাকে জানান। হয়তো আমি সেটা দেখিনি, আমার দেখার লিস্টে যোগ করে নিব!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের গান
◘ তোমায় হৃদমাঝারে রাখিবো ছেড়ে দিব না!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের ছবি
The Lightning Catchers, Bryan Allen, Digital, 1998
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের উক্তি
“তখন পর্যন্ত আপনি শিখতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার মাঝে এই কনফিডেন্স না আসে যে আপনি যেকোন কিছুই শিখতে পারবেন, তখনিই আসলে জীবনের আসল খেলা শুরু হয়!”
ভাইরেভাই এই আসল খেলার কি মজা তা আমি আপনাকে বলে বুঝাতে পারব না! নিজে শিখতে থাকলে এক সময় ঠিকই বুঝবেন!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এই “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৩৫ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট নিশনামা ডটকমে পড়ুন নতুন ইস্যু।
“নিশনামা ডাইজেস্ট কি?
**নিশনামা ডাইজেস্ট** – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ নতুন ইস্যু প্রতি বৃহস্পতিবার! পড়ার আমন্ত্রণ রইলো।”
– নিশাত শাহরিয়ার
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- “ইলন মাস্ক” টাইমস পার্সন অফ দ্যা ইয়ার ২০২১ | নিশনামা ডাইজেস্ট ২৬
- স্টারবেইজ ট্যুর, হ্যারি পটার ও আপকামিং মুভি টিভি সিরিজ ওয়াচলিস্ট | নিশনামা ডাইজেস্ট ২৭
- আমাদের উদযাপনের ভয়াবহতা, ডায়নোসর, ইলন মাস্ক ও গাযা | নিশনামা ডাইজেস্ট ২৮
- ক্রিয়েটর পাওয়ার, থর ইজ ব্যাক ও মার্কাস ব্রাউনলি | নিশনামা ডাইজেস্ট ২৯
- ক্রিয়েটরদের ভ্যালু ও কেন ক্রিয়েটর হওয়ার এখনি দারুণ সময় | নিশনামা ডাইজেস্ট ৩০
- সুযোগের শক্তি, প্রোকাস্টিনেশন ও লংটার্ম কন্টেন্ট ক্রিয়েশন! | নিশনামা ডাইজেস্ট ৩১
- FB – মেটা Q4, WORDLE, Khaby Lame ও এনজেলিনা জোলি | নিশনামা ডাইজেস্ট ৩২
- বিদায় শীত, স্বাগতম বসন্ত! | নিশনামা ডাইজেস্ট ৩৩
- এনএফটি, রবার্ট প্যাটিনসন ও ডক্টর স্ট্রেঞ্জ | নিশনামা ডাইজেস্ট ৩৪
- মেটাভার্স জয়ের যুদ্ধে কে জিতবে? মাইক্রোসফট না ফেসবুক মেটা? | নিশনামা ডাইজেস্ট ৩৫
- পুতিনে হিটলারের ছায়া, ওয়েব থ্রি ও স্পাইডারম্যান | নিশনামা ডাইজেস্ট ৩৬
- আন্ডাররেটেড মার্ক জুকারবার্গ, সফল হওয়ার ফর্মূলা ও এপলের বিলিয়ন ডলার এপস্টোর! | নিশনামা ডাইজেস্ট ৩৭
- ইলন মাস্ক ভার্সেস পুতিন, বেসিক ইউটিউব গাইড ও আনা ডি আরামাস | নিশনামা ডাইজেস্ট ৩৮
- ইউক্রেনে ইলন মাস্কের স্টারলিঙ্ক, প্যাট্রিওন, বিলিয়ন ডলারের এনএফটি ও ভিটালিকের হতাশা | নিশনামা ডাইজেস্ট ৩৯
- চড়, বুমারদের সোশ্যাল মিডিয়া, রাইটিং টিপস ও টেলিগ্রামের উত্থান | নিশনামা ডাইজেস্ট ৪০
- ইলন মাস্ক VS টুইটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ও ইউক্রেনে রাশিয়ার ওয়ার-ক্রাইম | নিশনামা ডাইজেস্ট ৪১
- বুকটক, মিস এক্সেল ও লেডি থর | নিশনামা ডাইজেস্ট ৪২
- ক্ষমতা, কম্ফোর্ট জোনের বাইরে ও ডালি-টু | নিশনামা ডাইজেস্ট ৪৩
- ভবিষ্যতের ইউটিউব বিলিওনিয়ার, টুইটার প্রেডিকশন ও জ্যারেড লেটো | নিশনামা ডাইজেস্ট ৪৪
- ক্রিপ্টো ক্রাশ, এমেচার হোম কনস্ট্রাকশন, ধন-সম্পদ ও চিরঞ্জীব মুজিব | নিশনামা ডাইজেস্ট ৪৫