এক চিলতে রোদ | অনু কবিতা
|

এক চিলতে রোদ | অনু কবিতা

এক চিলতে রোদ আমায় ফিরিয়ে দাও!আমি তোমার ভালবাসা ফিরিয়ে দেব,সব দাবি ফিরিয়ে নেবো। সব কবিতা আর গান,একটা চুমোর আবদার।ফিরিয়ে নেবো সব! যদি তুমি আমায় দিতে পারোএক চিলতে রোদ। পারবে কি দিতে? বি: দ্র ঃ একই সাথে আমার ব্লগ ও প্রথম আলো ব্লগে প্রকাশিতপ্রথম প্রকাশ – আমার সামহোয়্যার ইন ব্লগে………