সম্পর্ক, নেটওয়ার্কের বাইরে, আমার পৃথিবী ও লিজেন্ডস | নিশনামা ডাইজেস্ট ১২
নিশনামা ডাইজেস্টের বারোতম ইস্যুতে স্বাগতম!
![]() |
Photo by Moriah Wolfe on Unsplash |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের ভাবনা
“আমাদের জীবনে প্রত্যেক সম্পর্কই গুরুত্বপূর্ণ হলেও প্রত্যেক সম্পর্কের একটা বাউন্ডারি আছে। প্রতিটি সম্পর্ক তাদের নিজ নিজ জায়গায় সুস্থ রাখতে সে বাউন্ডারি মেনে চলতে হয়। না হলে সম্পরকগুলোর ব্যালান্স হারায়।
আমাদের বুঝতে হবে এর মানেই এই না যে সবাইকে এক কাতারে ফেলে দেওয়া। প্রতিটি সম্পর্কই ইউনিক তার নিজের জায়গায়। কিন্তু কোন সম্পর্কই আবার অন্যের সমান নয়।
সম্পর্ক তৈরি বা বাঁচিয়ে রাখার সাথে সাথে প্রতিটি সম্পর্কের সম্মানের প্রতিও আমাদের খেয়াল রাখা উচিত। আবার নিজের অবস্থানকেও সব সময় সম্মানের জায়গায় রাখা উচিত। নিজের জন্য না হলেও সেই সম্পর্কের খাতিরেও।”
— নিশাত শাহরিয়ার
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স- নিউরোসায়েন্স পরিচিতি
যাদের জন্যে এই কোর্স-
ন্যূনতম কলেজ পাস এবং কোষ-জীববিদ্যায় একটু প্রাথমিক জ্ঞান আছে তাদের জন্যে। আমি যথাসম্ভব সহজ ভাবে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করবো, কিন্তু ভার্সিটি লেভেলের নীচের স্টুডেন্টরা মনে হয় খুব একটা মনোযোগ বসাতে পারবে না।
কোর্সটিতে কতগুলো লেকচার থাকবে?
যতগুলো চ্যাপ্টার আছে তার কিছু কম বেশি লেকচার (১ লেকচার = ১ ভিডিও) হবে।
কোর্সটি ফ্রি করুন- শিক্ষক ডট কম থেকে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সাপ্তাহিক আয়োজন “সম্পূর্ণা”র ১০ম পর্ব দেখুন AG Radio পেইজে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ যে মুভিগুলো দেখলাম
Snake Eyes (2021)
ছোটবেলা কার্টুন নেটওয়ার্কে যখন G.I. Joe দেখতাম এই সিরিজটার একরকম ফ্যান হয়ে ছিলাম। তাই যখন এই সিরিজের লাইভ একশন G.I. Joe: The Rise of Cobra ২০০৯ সালে মুক্তি পায় তখন দেখতে দেরি করিনি। এর পরের পর্ব G.I. Joe: Retaliation ২০১৩ সালে মুক্তি পায়। দুইটা মুভিই আমার কাছে ভালো লেগেছিলো।
তাই স্ন্যাক-আইয়ের অরিজিন মুভি যখন ঘোষণা হল তখন খুব এক্সাইটেড হলাম, ট্রেইলার দেখে তো আরো এক্সাইটেড। কিন্তু মুভি দেখে আমি পুরো হতাশ। মনে হচ্ছিল পুরো মুভি থেকে ট্রেইলারটাই জোশ ছিল। এই মুভি নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আপনাদের হাতে সময় থাকলে দেখতে পারেন।
নেটওয়ার্কের বাইরে (২০২১)
দেখে ফেললাম চরকির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি “নেটওয়ার্কের বাইরে”। মুভিটির ট্রেইলার দেখার পর থেকেই অপেক্ষায় ছিলাম মুভিটি দেখার। একটি সত্য ঘটনা থেকে অনুপ্রানিত হয়ে মুভির গল্প আবর্তিত হয়। আমি খুব বেশি স্পয়লার দিব না। ট্রেইলারটা দেখে নিলে বুঝবেন।
যদিও এই সত্য ঘটনা নিয়ে বনাম সত্য ঘটনা থেকে অনুপ্রানিত – এই দুইটা বিষয় নিয়ে গ্রুপ গ্রুপে ফেসবুকে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমি একটা জিনিস বুঝে আসে না, ছবির/ট্রেইলারে প্রথমেই ও মুভির শেষে ডিসক্লেইমার থাকার পরও পাবলিকের এই মুভিরেই সত্য বলে ধরে নেওয়া কিভাবে পরিচালক বা প্রযোজকের দায় হয়?! মানুষ এখন এতই সেনসিটিভ হচ্ছে, একটা মুভি নিতে পারে না মুভি হিসেবে! এত ট্রিগার্ড হলে তো দেখারই কথা না।
আপনার হাতে যদি এক ঘন্টা সময় থাকে তাহলে আমি আপনাকে “নেটওয়ার্কের বাইরে” দেখতে রেকমেন্ড করব। ভালো নির্মাণ, ভালো অভিনয়, মিউজিক আর ট্র্যাজিক এন্ডিংয়ে মুভিটি ভালই আছিল। এভব এভারেজ- আমার রেটিং।
ইউটিমার (২০২১)
চরকির আরেকটা মুভি “ইউটিমার”। আমার আসলে এই মুভির ট্রেইলার দেখে খুব বেশি এক্সপেকটেশন ছিল না। আদনান আল রাজীবের বানানো বলেই শুধু দেখেছি। সময় কাটানোর কিছু না থাকলে এটা দেখতে পারেন।
ট্রেইলার দেখলেই বুঝবেন আমি কেন কম কথা লিখছি এটা নিয়ে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ যে সিরিজ দেখছি
DC’s Legends of Tomorrow (2016)
আপনি যদি উদ্ভট আজব ঘরানার সাই-ফাই একশন কমেডির মিশেল সিরিজ দেখতে চান তাহলে আমি আপনাকে ডিসির এই চমৎকার সিরিজ লিজেন্ডস অফ টুমুরো দেখতে বলব। যারা ডিসি মানেই একশন আর একশন মনে করেন তারা এই সিরিজ দেখতে বসলে যারপর নাই অবাক হবেন। কি নাই এই সিরিজে! টাইম ট্রাভেল দিয়ে শুরু করে একশন, এডভেঞ্চার, কমেডি ফান সবকিছুই এই সিরিজে আপনি পাবেন। সিডাব্লিউ চ্যানেলের অন্য সব সিরিজ থেকে এই সিরিজ অনেক আলাদা। যারা এরোভার্সের ফ্যান তাদের জন্য তো এই সিরিজ দেখা অবশ্যই উচিত।
বর্তমানে এই সিরিজের সিক্সথ সিজন চলছে। আরেকটা কথা বলি ক্যানসেলড হয়ে যাওয়া Constantine এর যদি আপনি ফ্যান হয়ে থাকেন অন্তত Constantine এর জন্য হলেও এই সিরিজ দেখা। লিজেন্ডস অফ টুমরো ২০১৬ থেকে চলছে। দেখে মজা পাবেন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ইউটিউব থেকে
◘ Pat Flynn ব্লগিং ও এন্ট্র্যাপরেনুউর কমিনিউটিতে একজন জেনুইন মানুষ। আমি অনেক বছর থেকে তাকে ফলো করি। আমরা যারা নিজেদের প্রজেক্টে কাজ করি, জবের পেছনে না ছুটে তখন এনট্রেপরেনিউরশীপ শুরু দিকে বন্ধু পরিবার থেকে অনেক রকম প্রশ্ন ও বাধার সম্মুখীন হই। প্যাট তাঁর এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলেছে। আপনি যদি এই জিনিসগুলোর মুখোমুখি হন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন।
◘ ম্যাট ডেমন হট ওয়ানস আর হট সস!
◘ রুপকথার জগতে (গান) – নেটওয়ার্কের বাইরে
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ লিংকেডইন নিজেদের ফ্রিলেন্সিং মার্কেটপ্লেস শুরু করতে যাচ্ছে।
◘ সেলসফোর্স নতুন স্ট্রিমিং সার্ভিস নিয়ে আসছে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের গান
আমার পৃথিবী – ব্ল্যাক ব্যান্ডের একটা যেটা আমি প্রথম শুনি এস এস সির সময়ে। সিডি কিনেছিলাম এটার। এই গানটা ভোকাল ও লিরিকসের জন্য এত ভালো লেগেছিল কি বলব। এর অনেক দিন পর স্টূডিও থার্টিনের এই কাভারটা শুনি। এটাও অনেক ভালো লেগেছে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের ছবি
বিপলের ডিজিটাল আর্ট – TRIPTYCH
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের উক্তি
আপনি যদি কোন কিছুতে ভালো হতে চান, প্রথমে সেটা উপভোগ করার উপায় খুঁজে বের করুন।
আর আপনি যদি কোনো কিছু উপভোগ করতে চান, তাহলে সেটিতে ভালো হওয়ার উপায় খুঁজে নিন।
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এখন থেকে প্রতি রবিবার নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু আসবে, ইনশা আল্লাহ! ইস্যু ১২ কেমন লাগলো কমেন্টে জানাবেন।
– নিশাত শাহরিয়ার
আগের ইস্যু পড়ুন এখানেঃ
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০১
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০২
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৩
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৪
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৫
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৬
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৭
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৮
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৯
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১০
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১১
আমাকে ফলো করতে পারেনঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- অভিনন্দন লায়োনেল মেসি, কিশোয়ার ও রেহানা মরিয়ম নূর | নিশনামা ডাইজেস্ট ০৭
- চরকি ওয়েব সিরিজ রিভিউঃ মরীচিকা | শিহাব শাহীন, আফরান নিশো, সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান
- কুরবানী নিয়ে যাদের চুলকানি, অসুস্থ জেনারেশন? আমাদের মব ট্রায়াল, ঈদের নাটক | নিশনামা ডাইজেস্ট ০৮
- ক্রিয়েটর ইকোনমি বা প্যাশন ইকোনমি ১ পর্ব | নিশনামা ডাইজেস্ট ০৯
- ৫২ পুড়ে যাওয়া লাশ, মিডিয়া ও আমরা | নিশনামা ডাইজেস্ট ১০
- আফগান, রন্ধনকলা ১০১, সুইসাইড স্কোয়াড ও ৬৯ | নিশনামা ডাইজেস্ট ১১
- সম্পর্ক, নেটওয়ার্কের বাইরে, আমার পৃথিবী ও লিজেন্ডস | নিশনামা ডাইজেস্ট ১২
- আমাদের অনলাইন হিপোক্রেসি, কেইইসি ও নিও | নিশনামা ডাইজেস্ট ১৩
- ফেসবুকে ঘরবাড়ি, ঠিক-বেঠিক মার্কেটিং, ফটোগ্রাফীর অ আ ক খ ও ম্যাট্রিক্স! | নিশনামা ডাইজেস্ট ১৪
- সাম্প্রদায়িকতার বিষ, মহাকাশে আবার মানুষ পাঠাল স্পেসএক্স ও ডেক্সটার ইজ ব্যাক! | নিশনামা ডাইজেস্ট ১৫
- সৌন্দর্য্যের গর্ব, অর্ণব ও হিট-মাংকি! | নিশনামা ডাইজেস্ট ১৬
- ফেসবুক হুইসেলব্লোয়ার, ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব | নিশনামা ডাইজেস্ট ১৭
- আমাদের ধর্মানুভূতি ও তার পরিণতি, প্যান্ডোরা পেপার্স, বাংলাদেশে এডটেকের উত্থান ও স্কুইড গেইম | নিশনামা ডাইজেস্ট ১৮
- ফেসবুকের রিব্র্যান্ডিং, ট্রিলিওনিয়ার ইলন মাস্ক ও পিয়াসী মন | নিশনামা ডাইজেস্ট ১৯
- ত্রিপুরায় মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলা এবং আমাদের মিডিয়া ও সুশীল সমাজের নীরবতা | নিশনামা ডাইজেস্ট ২০
- ইলন মাস্কের প্রানশক্তি, হাজার কোটি টাকার Wow Momo, আমাদের রকমারি ও মরবিয়াস | নিশনামা ডাইজেস্ট ২১
- ক্রিপ্টোকারেন্সির সহজলভ্যতার পথে বড় বাধা, ব্যাড বয় উইল স্মিথ ও এমেজিং ব্রুনো মার্স | নিশনামা ডাইজেস্ট ২২
- ফিনান্সশিয়াল ফ্ল্যাশ মব, Constitution DAO, ওয়েব 3.0 ও বার্সেলোনা | নিশনামা ডাইজেস্ট ২৩
- লেখকদের সম্মানী প্রদানের মানসিকতা, নাসার নতুন মিশন ও রিয়েল লাইফ স্কুইড গেইম! | নিশনামা ডাইজেস্ট ২৪
- টেসলা সাইবারকোয়াড, আর্ট মার্কেট, জ্যাক ডরসি ও সুপারহিরো টিভিশো | নিশনামা ডাইজেস্ট ২৫