ইলন মাস্ক VS টুইটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ও ইউক্রেনে রাশিয়ার ওয়ার-ক্রাইম | নিশনামা ডাইজেস্ট ৪১
নিশনামা ডাইজেস্টের ৪১তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- আমাদের প্রিয় ইলন মাস্ক টুইটার কিনতে চায়!
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আরো দক্ষ হয়ে উঠছে
- বাংলাদেশে কেন এত বেকার?
- ইউক্রেনে রাশিয়ার গণহত্যা ও ধ্বংস লীলা
- বৈসাবি উৎসব
- ফিল্ম-মেকিং কোন সহজ কাজ না!
- গেইম অফ থ্রোনস এর জুটি
- নর্থান বাংলাদেশের রুপ
- আরো অনেক কিছু…
পুরোপুরি অলস হয়ে গেছি এই রমজানে। নিয়মিত নিশনামায় লিখতে পারছি না এই অলসতা থেকে। তাই নিশনামা ডাইজেস্ট লেখার ধারাবাহিকতা রাখতে পারছি না। আরো দুইটা সংখ্যা ডিউ রয়ে গেলো। দেখি তাড়াতাড়ি এই সপ্তাহে আরেকটা লেখা দিব ইনশা আল্লাহ!
♣ এই সপ্তাহের ভাবনা
১.
“একটি ফিডব্যাক লুপ থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনি ক্রমাগত ভাববেন যে আপনি কী করেছেন এবং কীভাবে আপনি এটি আরও ভাল করতে পারেন।
সেরা একটা পরামর্শ: ক্রমাগত ভাবেন যে আপনি কীভাবে জিনিসগুলি আরও ভাল করতে পারেন এবং নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করতে পারেন।— ইলন মাস্ক”
[নিজেকে ক্রমাগত বিচার করার ক্ষমতা অনেক বড় একটা গুণ। আপনার কি এই গুণ আছে? ]
২.
“স্বাধীনতা ধরে রাখার জন্য যোগ্যতা লাগে। ৫০ বছরেও আমাদের কোন উন্নতি না হওয়ার এবং ভারতের অধীনে (আনঅফিশিয়ালী) চলে যাওয়ার পেছনে অন্যতম কারণ এই অযোগ্যতা।
— ত্রিভুজ আলম”
[ত্রিভুজ ভাইয়ের কথাগুলো আমার মনের কথা।আমরা কি এই জায়গা থেকে জাতি হিসেবে উঠে আসতে পারব? ]
৩.
“আমি নিজে ১০০% বিশুদ্ধ মানুষ না। তাই ১০০% বিশুদ্ধ মানুষ আমি খুঁজি না। আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন, তাই অন্যের সীমাবদ্ধতা আমাকে পীড়ন দেয় না।”
[তোমরা যারা উঠতে বসতে মানুষকে গালি দেও আর দিন থেকে রাত হওয়ার আগেই ফ্যানবেইজ বদলাও তাদের জন্য এই লেখা!]
৪.
“প্রতিবাদের জন্য টিপ দেওয়া লাগবে কেন ছেলেদের? সিরিয়াসিলি জানতে চাই। মানে তারা প্রতিবাদ করে শাড়ি, চুড়ি, প্যাড পরতেছে না ক্যান?
— মৃদুল মাহবুব”
[আমি পুরুষ হয়ে নারীদের পক্ষে দাঁড়াতে চাই!]
৫.
“লতা সমাদ্দারের বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠা ওই পুলিশ সদস্য ধর্মীয় প্রভাবে প্রভাবিত বলে ধারণা করছি। ধর্মীয় প্রভাব তাকে মোরাল পুলিশিংয়ে নামিয়ে দিয়েছে, যা তার জব অবজেক্টিভের মধ্যে থাকার কথা নয়। এই মোরাল পুলিশিং পেশাগত দায়িত্বে থাকা লোকদের নিজেদের দায়িত্বকে ভুলিয়ে দিচ্ছে, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপের পথে পা বাড়িয়েছে। এ থেকে উত্তরণের দরকার।
— কবির য়াহমদ”
৬.
“ক্লাস টেনের ছেলেরা অবুঝ না। এই দেশে শিবির ক্লাস সিক্সে থাকতে সমর্থক রিক্রুট করে, ক্লাস এইটে উঠলে সমর্থকের পরের ধাপ কর্মী পদে আবেদন করা যায়। ক্লাস টেনের এই ছাত্রদের সুস্পষ্ট উদ্দেশ্য শুধু এই শিক্ষককে হয়রানি করাই নয়, বরং সারাদেশে বিজ্ঞান শিক্ষাকে আটকে দেয়া। এ এক বড় ষড়যন্ত্র। এখানে আবার ধর্মীয় সংখ্যালঘু শিক্ষককে বেছে নিয়েছে যাতে সাম্প্রদায়িক হামলারও সুযোগ তৈরি করা যায়।
এই পুরো প্রক্রিয়া তদন্ত হওয়া দরকার। এই ছাত্র আর তাদের পেছনের লোকগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।— আরিফ জেবতিক”
৭.
“যে কোন ইস্যুতে আমি এখন আর কোন রিয়াকশন দেই না। কারন গত ১০ বছরে আমি এটা বুঝতে শিখেছি যে, যেকোন ইস্যুকে ফেসবুকে যতটা সরল ভাবে দেখানো হয় বাস্তবে বষয়টি ততোটা সরল নয়। এর অনেক গুলো লেয়ার থাকে। ফলে আপনি কোন একটি লেয়ারকে ধ্রুব ধরে মতামত দিবেন, ঠিক তার পরের মুহুর্তে বেরিয়ে আসবে আরেকটি ভয়ানক সত্য।
যারা মনে করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা ধোয়া তুলসী পাতা যারা ছাত্রলীগ/ঢাকা কলেজের ছাত্রদের চাঁদাবাজিতে জর্জরিত তারাও যেমন সত্য জানেন না, তেমনি যারা মনে করছেন ঢাকা কলেজের ছাত্ররা নিরীহ যারা কোন অপরাধই করে না বা করতে পারে না তারাও আসল সত্য দেখতে পাবেন না।—- আনন্দ কুটুম”
♣ টেক
◘ এই লাস্ট কয়েক সপ্তাহের মধ্যে ইলন মাস্কঃ
১. একটা পুলের মাধ্যমের টুইটারের মাঝে পরিবর্তন আনার ইশারা করা
২. টুইটারের ৯.২ % শেয়ার কেনা
৩. প্রথমে গ্রহন করে পরবর্তীতে টুইটার বোর্ডে যোগদানের প্রস্তাব প্রত্যাখান করা।
৪. টুইটারের শেয়ার কেনার ব্যাপারটা দেরিতে জানানোর কারণে কিছু টুইটার শেয়ারহোল্ডারের দ্বারা মামলা খাওয়া
৫. ৪৩ বিলিয়ন ডলারে টুইটার সম্পুর্ণ কিনে নেওয়ার প্রস্তাব নেওয়া।

মনে হচ্ছিল ইলন মাস্ক একটা রোলার কোস্টার জার্নিতে বসছিলো এই কয়েক সপ্তাহ!
◘ এই ইস্যুটা নিয়ে ফর্বস ম্যাগাজিনের এই ফিচারটা পড়তে পারেন। প্রত্যেকবারের মতো মেইন স্ট্রিম মিডিয়া যেরকম ক্লিকবেইট টাইটেল দিয়ে হেইট ছড়ায় সেই রকম টাইটেল ফর্বস ফলো করেছে।
◘ ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে বিখ্যাত এন্ট্রারেপরেনিউর মার্ক কিউবানের টুইট। আমারো মনে হয় ইলন মাস্ক এইটা করতে পারে!
◘ একটা ফ্যাক্ট বলি, ইলন মাস্ক টুইটার শেয়ার কেনার পরপরই টুইটারের শেয়ারের দাম বেড়ে গিয়েছিলো। ৪ দিনে ইলন মাস্কের লাভ হয়েছিলো ৭৬০ মিলিয়ন ডলার বা এর কাছাকাছি!
◘ ইলন মাস্কের এ এই কোম্পানি ওপেন এ আই তাদের দক্ষতার দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। তাদের নতুন এ আই সংস্করণ ডাল-ই টু টেক্সট প্রোম্পট থেকে ডাটা নিয়ে এইভাবে ডিজিটাল ছবি বানিয়ে ফেলতে পারে কয়েক সেকেন্ডের মাঝে। ব্যাপারটা একই ভাবে চমকপ্রদ, এবং একই ভাবে ভয়ংকর!

ডালি নিয়ে এই ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখতে পারেন।
◘ এপল যেভাবে তাদের পণ্যগুলোতে সেরা, তেমনিভাবে তাদের এড গুলাও সেরা!
♣ টুইটার এডুকেশন
◘ ইলন মাস্ক তো টুইটার কিনে নেওয়ার অফার দিয়েছে। এখন টুইটার কি নিজে বিক্রি হতে ইচ্ছুক?
উত্তর হচ্ছে না!
এখন ইলন মাস্ককে আটকাবে কিভাবে তারা? সেজন্য “পয়সন পিল” নামের একটা ব্যবস্থা নিয়েছে তারা।
কি এই পয়সন পিল, সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই টুইটার থ্রেডে।
♣ এই সপ্তাহের মিম!
◘ ইলন মাস্ক আর টুইটার নিয়ে এত এত মিম টুইটারে ভাইরাল হয়েছে ভাই কি আর বলব। এই মিমটা সেরা!
◘ টুইটারে এডিট বাটন থাকা উচিত কি না সেইটা নিয়ে ইলন একটা পোল খুলেছিলো। সেটা নিয়ে এই মিম।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ এই সপ্তাহের ভিডিও
◘ বাংলাদেশে এতো বেকার যে কারণে তৈরি হচ্ছে…(এনায়েত চৌধুরী)
দেখুন এখানেঃ
◘ ইউক্রেনে রাশিয়া নজরবিহীন ধ্বংস লীলা ও গণ-হত্যা চালিয়েছে। এটা নিয়ে আমাদের পুতিন ফ্যানদের আমি কিছু বলতে দেখি না। কিন্তু এই জিনিস কোন অংশে বর্বরতার চেয়ে কম না!
◘ ইলন মাস্ক টুইটার কিনতে চায়, কিন্তু কেন? এই ভিডিওতে সেটার ডিপ ডাইভ আলোচনা করা হয়েছে।
◘ যখন আপনি ফেসবুক একাউন্ট ডিলিট করতে যান, কিন্তু এটা কোন সহজ কাজ না! (মজার ভিডিও)
দেখুন এখানেঃ
◘ বাংলাদেশের নর্থান বিউটি, বাংলাদেশের রূপ।
দেখুন এখানেঃ
◘ দ্য স্টেয়ারিং গেম। ফিলিস্তিন: ১, ইসরায়েল: ০
দেখুন এখানেঃ
◘ “নদীর জলে ভাসলো বিজু ফুল! পুরাতন বছরের দুঃখ, জরা, গ্লানি ও হতাশা মুছে ফেলে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও আনন্দের প্রত্যাশায় আনন্দের বার্তা নিয়ে এসেছে বৈসাবি।
বাংলাদেশের প্রধাণ ৩টি আদিবাসী সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। এ উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুব, বৈসু বা বাইসু , মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী নামকরনও করা হয়েছে এই তিনটি উৎসবের প্রথম অক্ষর গুলো নিয়ে। বৈ শব্দটি ত্রিপুরাদের বৈসু থেকে, সা শব্দটি মারমাদের সাংগ্রাই থেকে এবং বি শব্দটি চাকমাদের বিজু থেকে। এই তিন শব্দের সম্মিলিত রূপ হলো ‘বৈসাবি’।
—- ফয়সাল খলিলুর রহমান”
দেখুন এখানেঃ
♣ পপ-কালচার
◘ ম্যাট্রিকের এজেন্ট স্মিথের ক্লোন ফাইন সিনটা যেভাবে শ্যুট করা হয়েছিলো। এমাজিং!
দেখুন এখানেঃ
◘ ফিল্ম-মেকিং খুব সহজ কাজ নয়!
দেখুন এখানেঃ
◘ বাংলাদেশের মানুষের মুখ।
দেখুন এখানেঃ
◘ Vijay Deverakonda এর Dear comrade মুভির কিছু ক্লিপ কপি করে এই লোক খুব ভালো একটা ভিডিও বানিয়েছেন। উনার চেষ্টাটা ভালো লেগেছে।
দেখুন এখানেঃ
◘ ড্রাগন ডেন বিবিসির একটা চমৎকার অনুষ্ঠান। এই মহিলার প্রেজেন্টেশন ও কনফিডেন্স থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
দেখুন এখানেঃ
♣ এ সপ্তাহের গান
◘ ৯০ দশকে যে কয়জন একক শিল্পী গান দিয়ে নজর কেড়ে আজ ও সোনালী ইতিহাস হয়ে আছেন – তাদের মধ্যে – শুভ্র দেব অন্যতম।
তার একটি বিখ্যাত গান আজ শেয়ার করলাম
নীল চাঁদোয়া,,,,,
সংগীত - প্রনব ঘোষ
কথা - নজরুল ইসলাম বাবু
এলবাম - শেষ চিঠি
কন্ঠ - শুভ্র দেব / সাবিনা আক্তার রুনা
অডিও - বিউটি কনার
গীতিকার ---------
বিটিভি
◘ বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো (চমৎকার লেগেছে!)
শুনুন ও দেখুন এখানেঃ
◘ গেইম অফ থ্রোনস কিন্তু ব্যাকগ্রাউন্ড সং – উতসর্গ।
শুনুন ও দেখুন এখানেঃ
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের ছবি
◘ ইলন মাস্ক টুইটার কেনার অফার দেওয়ার পরপরই বিপল এই ছবি পোস্ট দেয়। বাইরে বাই!

♣ এই সপ্তাহের উক্তি
“যখন আপনি শক্তিশালী তখন নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করুন, আর যখন আপনি দুর্বল তখন নিজেকে শক্তিশালী হিসেবে প্রকাশ করুন।
— দ্যা আর্ট অফ ওয়ার”
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৪১ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি রবিবার পড়ুন নতুন ইস্যু।
– নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ!
দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না।
ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ।
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
লেখালিখি
দিনলিপি
চিন্তাভাবনা
দর্শন
আইডিয়া
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- “ইলন মাস্ক” টাইমস পার্সন অফ দ্যা ইয়ার ২০২১ | নিশনামা ডাইজেস্ট ২৬
- স্টারবেইজ ট্যুর, হ্যারি পটার ও আপকামিং মুভি টিভি সিরিজ ওয়াচলিস্ট | নিশনামা ডাইজেস্ট ২৭
- আমাদের উদযাপনের ভয়াবহতা, ডায়নোসর, ইলন মাস্ক ও গাযা | নিশনামা ডাইজেস্ট ২৮
- ক্রিয়েটর পাওয়ার, থর ইজ ব্যাক ও মার্কাস ব্রাউনলি | নিশনামা ডাইজেস্ট ২৯
- ক্রিয়েটরদের ভ্যালু ও কেন ক্রিয়েটর হওয়ার এখনি দারুণ সময় | নিশনামা ডাইজেস্ট ৩০
- সুযোগের শক্তি, প্রোকাস্টিনেশন ও লংটার্ম কন্টেন্ট ক্রিয়েশন! | নিশনামা ডাইজেস্ট ৩১
- FB – মেটা Q4, WORDLE, Khaby Lame ও এনজেলিনা জোলি | নিশনামা ডাইজেস্ট ৩২
- বিদায় শীত, স্বাগতম বসন্ত! | নিশনামা ডাইজেস্ট ৩৩
- এনএফটি, রবার্ট প্যাটিনসন ও ডক্টর স্ট্রেঞ্জ | নিশনামা ডাইজেস্ট ৩৪
- মেটাভার্স জয়ের যুদ্ধে কে জিতবে? মাইক্রোসফট না ফেসবুক মেটা? | নিশনামা ডাইজেস্ট ৩৫
- পুতিনে হিটলারের ছায়া, ওয়েব থ্রি ও স্পাইডারম্যান | নিশনামা ডাইজেস্ট ৩৬
- আন্ডাররেটেড মার্ক জুকারবার্গ, সফল হওয়ার ফর্মূলা ও এপলের বিলিয়ন ডলার এপস্টোর! | নিশনামা ডাইজেস্ট ৩৭
- ইলন মাস্ক ভার্সেস পুতিন, বেসিক ইউটিউব গাইড ও আনা ডি আরামাস | নিশনামা ডাইজেস্ট ৩৮
- ইউক্রেনে ইলন মাস্কের স্টারলিঙ্ক, প্যাট্রিওন, বিলিয়ন ডলারের এনএফটি ও ভিটালিকের হতাশা | নিশনামা ডাইজেস্ট ৩৯
- চড়, বুমারদের সোশ্যাল মিডিয়া, রাইটিং টিপস ও টেলিগ্রামের উত্থান | নিশনামা ডাইজেস্ট ৪০
- ইলন মাস্ক VS টুইটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ও ইউক্রেনে রাশিয়ার ওয়ার-ক্রাইম | নিশনামা ডাইজেস্ট ৪১
- বুকটক, মিস এক্সেল ও লেডি থর | নিশনামা ডাইজেস্ট ৪২
- ক্ষমতা, কম্ফোর্ট জোনের বাইরে ও ডালি-টু | নিশনামা ডাইজেস্ট ৪৩
- ভবিষ্যতের ইউটিউব বিলিওনিয়ার, টুইটার প্রেডিকশন ও জ্যারেড লেটো | নিশনামা ডাইজেস্ট ৪৪
- ক্রিপ্টো ক্রাশ, এমেচার হোম কনস্ট্রাকশন, ধন-সম্পদ ও চিরঞ্জীব মুজিব | নিশনামা ডাইজেস্ট ৪৫