ভবিষ্যতের ইউটিউব বিলিওনিয়ার, টুইটার প্রেডিকশন ও জ্যারেড লেটো | নিশনামা ডাইজেস্ট ৪৪
নিশনামা ডাইজেস্টের ৪৪তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- টুইটারের ভবিষ্যত নিয়ে এক্সপার্টদের মতামত
- বিজনেস যেভাবে ফেইল করে
- জ্যারেড লেটো কেন এত বিতর্কিত?
- সিএনএনের ৩০০ মিলিয়ন ডলারের ডিজাস্টার
- টেক কোম্পানির ইন্টারনাল কথাবার্তার লিকস
♣ এই সপ্তাহের ভাবনা
১.
এই ভাইরাল জ্বর থেকে আমরা কবে বের হতে পারব? সাধারণ জিনিসকেও আমরা অতিরঞ্জিত করে ফেলি।
২.
ট্রেন্ডে ভেসে না গিয়ে কোয়ালিটির জন্য কি আমরা একটু সময় দিতে পারি না?
৩.
খুশির আনন্দে আমরা এমন কিছু না করে ফেলি যেন সারা জীবন আমাদের পস্তাতে হয়।
এই ভিডিওটি আমাদের সবার দেখা উচিত, এই কথাগুলো মনযোগ দিয়ে শোনা উচিত!
৪.
“জাফলংয়ে পর্যটকদের উপর ইজারাদারদের নির্মম হামলায় আমি হতভম্ব হয়ে বসে আছি। প্রকাশ্য দিবালোকে পর্যটক একজন নারীর উপর লাফিয়ে লাফিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছে, এই দৃশ্য দেখলে হার্টবিট বেড়ে যায়। যে কোন ঘটনা ঘটার পরে সেটির ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে পুলিশ দুয়েকটা গ্রেফতার করে; এখানেও তাই হয়েছে। কিন্তু কেন হামলাকারীদের বাকিদের গ্রেফতার করা হবে না, কেন ইজারাদারের ইজারা বাতিল করা হবে না, এই বিষয়ে সিলেটের প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”
– আরিফ জেবতিক
পুরো পোস্ট পড়ুন এখানে
♣ এই সপ্তাহের Must Read
ইলন মাস্ক ও টুইটার নিয়ে আমি নিশনামা ডাইজেস্টের প্রতিটি ইস্যুতেই কিছু না কিছু লিখছি বা শেয়ার করছি। আসলে না লিখেও পারছি না। এইটা আসলেই একটা হট ইস্যু।
আজকে আমি তিনটা আর্টিকেল শেয়ার করব। তিনটাই বেশ নামিদামী লোকের লেখা অপিনিয়ন, ইলন মাস্ক কিভাবে টুইটার চালাতে পারে বা ইলন মাস্ক কিভাবে চালাতে পারেন। ইন্টারেস্টিং ইনসাইট পাবেন।
◘ প্রথম আর্টিকেলটা সিলিকন ভ্যালীর বিখ্যাত থিংকার, এঞ্জেল ইনভেস্টর ও টেক পার্সন বালাজি শ্রিনিবাসনের। কিভাবে ক্রিপ্টো দিয়ে ইলন মাস্ক টুইটারকে জয় করতে পারে ও আমেরিকান পলিটিশিয়ানদের হারাতে পারে তার একটা ধারণা বালাজি শেয়ার করেছেন।

◘ বেন থম্পসন টেক এনালিস্ট ও বিখ্যাত সাংবাদিক। তার বিখ্যাত নিউজলেটার স্ট্র্যাটাচেরিতে তিনি লিখেছেন ইলন মাস্ক টুইটারকে দুইটা কোম্পানিতে ভাগ করে নিলে কি কি সুবিধা পেতে পারে।
◘ যারা ডিজাইন ও ইউএক্স নিয়ে খুব অবসেসড তারা এই আর্টিকেলটা পড়ে মজা পাবেন। কিভাবে টুইটারের ইউএক্স পরিবর্তন ট্রান্সপিরেন্সি ও ফ্রিডম অফ স্পিচে ভূমিকা রাখতে পারে তাতুলে ধরা হয়েছে এই আর্টিকেলে।

♣ টেক
◘ ইন্টারনাল টেক ইমেইলস বলে টুইটারে একটা একাউন্ট আছে, যা টেক কোম্পানি ও সিলিকন ভ্যালির ইন্টারনাল ইমেইল ও ডকুমেন্টস গুলো তুলে ধরে। এই ইমেইল গুলা বিভিন্ন কোর্ট ডকুমেন্ট ও কোম্পানির অন্যান্য পাবলিক আর্কাইভ থেকে নেওয়া।
যেমন এই কথোপকথনটা দেখেন। ইলন মাস্ক ও এক সৌদি প্রিন্সের সাথে আআপ আলোচনার বার্তা। এক সময় ইলন মাস্ক যে টেসলাকে প্রাইভেট করে নিবে বলে টুইট দিছিলো সেইটা নিয়ে।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ এই সপ্তাহের ভিডিও
◘ গুগল ইন্ডিয়ার এই এডটাকে বিট করার মতো আর কয়টা এড আছে?
এই এডটা দেখলে বিজ্ঞাপন মনে হয় না, কি সুন্দর একটা বন্ধুত্বের গল্প কি সুন্দর করে গুগল তুলে ধরেছে!
◘ বেশিরভাগ বিজনেস কেন ব্যর্থ হয়?
এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে।
◘ খুবই ডাক-ঢোল পিটিয়ে সিএনএন তাদের স্ট্রিমিং সার্ভিস চাউ করেছিলো, এক মাসই চালাতে পারে নাই বন্ধ করে দিতে হয়েছে!
আমেরিকার সংবাদ মাধ্যম থেকে মানূষের আস্থা কতটুকু উঠে গেছে তার একটা জ্বলজ্যান্ত প্রমাণ এই ঘটনা। বিস্তারিত এই ভিডিও দেখলে বুঝতে পারবেন।
◘ মানুষের পাশে দাড়ানোর জন্য আপনার খুব বেশি কিছু করতে হবে না। আসুন নিজের সামর্থ্য অনুযায়ী আশেপাশের মানুষগুলার মুখে হাসি ফুটাতে সচেষ্ট হই! দেখুন ভিডিওটি।
◘ কাপ্তাই লেকে সূর্যাস্থ! অপরুপ বাংলাদেশ!
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ এই ইউটিউবাররা আগামী দিনের বিলিওনিয়ার!
আমাদের দেশের ইউটিউবারদের বিদেশের ইউটিউবারদের দেখে অনেক কিছু শেখার আছে!
♣ পপ-কালচার
◘ জ্যারেড লেটোকে কে না চেনে! ডিসির জোকার থেকে মার্ভেলের মরবিয়াস! কিন্তু আপনি কি জানেন নিজের ফ্যান ফলোয়ারদের মাঝে বলতে গেলে প্রায় কাল্ট লিডারদের মতো জনপ্রিয়তা তার।
জ্যারেড লেটোকে নিয়ে কেন এত বিতর্ক?
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ অনেকেই হয়তো জানেন না, জ্যারেড লেটর একটা ব্যান্ড আছে তার ভাইয়ের সাথে। নাম Thirty Seconds To Mars, তাদের বিখ্যাত একটা গান – Closer To The Edge আমার প্রিয় একটা গান!
এই গানের কমেন্টে এই কমেন্টের স্ক্রিনশটটা দেখুন।
◘ আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!
Rtv লাইভ প্রোগ্রামে হায়দার ভাই, পার্থদা,বাপ্পাদা মিলে হায়দার ভাইর গানআমি ফাইসা গেছি
ওনাদের পারস্পরিক মধুর সম্পর্কটি এখানে দরুন ভাবে ফুটে উঠেছে
দেখলেই বুঝতে পারবেন।
♣ এ সপ্তাহের ছবি

u/Anastasia_Trusova]
♣ এই সপ্তাহের উক্তি
“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
– আর্নেস্ট হেমিংওয়ে
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৪৪ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
— নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ!
দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না।
ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ।
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
লেখালিখি
দিনলিপি
চিন্তাভাবনা
দর্শন
আইডিয়া
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- “ইলন মাস্ক” টাইমস পার্সন অফ দ্যা ইয়ার ২০২১ | নিশনামা ডাইজেস্ট ২৬
- স্টারবেইজ ট্যুর, হ্যারি পটার ও আপকামিং মুভি টিভি সিরিজ ওয়াচলিস্ট | নিশনামা ডাইজেস্ট ২৭
- আমাদের উদযাপনের ভয়াবহতা, ডায়নোসর, ইলন মাস্ক ও গাযা | নিশনামা ডাইজেস্ট ২৮
- ক্রিয়েটর পাওয়ার, থর ইজ ব্যাক ও মার্কাস ব্রাউনলি | নিশনামা ডাইজেস্ট ২৯
- ক্রিয়েটরদের ভ্যালু ও কেন ক্রিয়েটর হওয়ার এখনি দারুণ সময় | নিশনামা ডাইজেস্ট ৩০
- সুযোগের শক্তি, প্রোকাস্টিনেশন ও লংটার্ম কন্টেন্ট ক্রিয়েশন! | নিশনামা ডাইজেস্ট ৩১
- FB – মেটা Q4, WORDLE, Khaby Lame ও এনজেলিনা জোলি | নিশনামা ডাইজেস্ট ৩২
- বিদায় শীত, স্বাগতম বসন্ত! | নিশনামা ডাইজেস্ট ৩৩
- এনএফটি, রবার্ট প্যাটিনসন ও ডক্টর স্ট্রেঞ্জ | নিশনামা ডাইজেস্ট ৩৪
- মেটাভার্স জয়ের যুদ্ধে কে জিতবে? মাইক্রোসফট না ফেসবুক মেটা? | নিশনামা ডাইজেস্ট ৩৫
- পুতিনে হিটলারের ছায়া, ওয়েব থ্রি ও স্পাইডারম্যান | নিশনামা ডাইজেস্ট ৩৬
- আন্ডাররেটেড মার্ক জুকারবার্গ, সফল হওয়ার ফর্মূলা ও এপলের বিলিয়ন ডলার এপস্টোর! | নিশনামা ডাইজেস্ট ৩৭
- ইলন মাস্ক ভার্সেস পুতিন, বেসিক ইউটিউব গাইড ও আনা ডি আরামাস | নিশনামা ডাইজেস্ট ৩৮
- ইউক্রেনে ইলন মাস্কের স্টারলিঙ্ক, প্যাট্রিওন, বিলিয়ন ডলারের এনএফটি ও ভিটালিকের হতাশা | নিশনামা ডাইজেস্ট ৩৯
- চড়, বুমারদের সোশ্যাল মিডিয়া, রাইটিং টিপস ও টেলিগ্রামের উত্থান | নিশনামা ডাইজেস্ট ৪০
- ইলন মাস্ক VS টুইটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতি ও ইউক্রেনে রাশিয়ার ওয়ার-ক্রাইম | নিশনামা ডাইজেস্ট ৪১
- বুকটক, মিস এক্সেল ও লেডি থর | নিশনামা ডাইজেস্ট ৪২
- ক্ষমতা, কম্ফোর্ট জোনের বাইরে ও ডালি-টু | নিশনামা ডাইজেস্ট ৪৩
- ভবিষ্যতের ইউটিউব বিলিওনিয়ার, টুইটার প্রেডিকশন ও জ্যারেড লেটো | নিশনামা ডাইজেস্ট ৪৪
- ক্রিপ্টো ক্রাশ, এমেচার হোম কনস্ট্রাকশন, ধন-সম্পদ ও চিরঞ্জীব মুজিব | নিশনামা ডাইজেস্ট ৪৫