ফ্রি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল! সিলিকন ভ্যালীর সাকসেস ও দ্যা ইকোয়ালাইজার | নিশনামা ডাইজেস্ট ৫৭
নিশনামা ডাইজেস্টের ৫৭ তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল একদম ফ্রি!
- কিভাবে অপরিচিতদের বিশ্বাস জিতবেন?
- টাকা নিয়ে আমাদের ভুল ধারণা
- সিলিকন ভ্যালী কেন এত সাকসেসফুল?
- লোগান পলের অরিজিনালস
- ডেনজেল ওয়াশিংটন
- রিহানা এজ স্পেস পাইলট
♣ এই সপ্তাহের ভাবনা
◘ কিভাবে একজন অপরিচিতের বিশ্বাস জিতবেন?
তাদের কোন সমস্যার সমাধান করে দেন।
বিনিময়ে কিছুই চাইবেন না!
♣ টুইটার এডুকেশন
◘ টাকা পয়সা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। টাকা পয়সা ম্যানেজ কিভাবে করে এটা আমরা অনেক ক্ষেত্রে জানি না।
এই টুইটার থ্রেডে টাকা পয়সা নিয়ে ১৮ টা টিপস, ট্রিকস ও ভুল ধারণা তুলে ধরা হয়েছে। এই থ্রেডটা পড়লে কিছুটা হলে আপনার টাকা পয়সা নিয়ে নেগেটিভ ভাবনা বা অনেক ভুল ধারণা দূর হবে।
♣ টেক
◘ আপনার কখনো কি এই ভাবনা এসেছে, সিলিকন ভ্যালী কেন এত সাকসেসফুল? দুনিয়ার অনেক বড় বড় আবিষ্কার এই সিলিকন ভ্যালী থেকে এসেছে।
এই এত এত সাকসেস কিন্তু এমনি এমনি আসে নাই। এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সিলিকন ভ্যালী কেন এত সাকসেসফুল!
◘ দালি টু নিয়ে নিশনামা ডাইজেস্টে অনেক বার লিখেছি। এই দালির হাত ধরে এসেছে মিডজার্নি। আর এখন অনলাইন কাঁপাচ্ছে নতুন একটা প্লেয়ার।
এই নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম – স্ট্যাবল ডিফিউশন!
এই এআই নিয়ে বলার অনেক কিছুই আছে!
প্রথম কথা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল একদম ফ্রি!
মানে কি? এটাই মনে হচ্ছে না? মুখ হা হয়ে গেছে না?!
না ভাই মশকরা করছি না! এই এআই টুল একদম ফ্রি!
মানে ওপেনসোর্স!
মানে আপনি এই টুল নিজের পিসিতে ডাউনলোড করে নিজে চালাতে পারবেন।মানে নিজের পিসিতে সেট আপ করে আপনি টেক্সট থেকে ইমেজ আর্ট বানাতে পারবেন!
আর এই ইমেজগুলা যেনতেন হবে না, একদম রিয়েলিস্টিক ইমেজ বানাতে পারবেন আপনি!
এই ব্লগের ফিচার ইমেজ হিসেবে আমি যেটা ব্যবহার করেছি এটা এই স্ট্যাবল ডিফিউশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়ে বানানো! দেখে মনে হচ্ছে না কেউ হাতে লিখে স্কেচ করেছে?!
আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানাই – এই স্ট্যাবল ডিফিউশন এআই টুল যে কোম্পানি বানিয়েছে সেই স্ট্যাবিলিটি এআই এর ফাউন্ডার ও সিইও হচ্ছে একজন বাংলাদেশি!
স্ট্যাবল ডিফিউশন যার ব্রেইন চাইল্ড তার নাম হচ্ছে – এমাদ মোশ্তাক, একজন লন্ডন ভিত্তিক ফর্মার হেজফান্ড ম্যানেজার। যিনি বাংলাদেশ থেকে ইউকে গিয়ে ওইখানে পড়াশুনা শেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরে নিজের ইন্টারেস্ট থেকে এই কোম্পানি খুলেন।
আমি স্ট্যাবল ডিফিউশন নিয়ে দুইটা আর্টিকেল শেয়ার করছি। যেখান থেকে আর বিস্তারিত জানতে পারবেন।
প্রথম আর্টিকেল – ডেভঅপস থেকে
দ্বিতীয় আর্টিকেল – আর্সটেকনিকা থেকে
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ ক্রিয়েটর লোগান পলের এনএফটি প্রজেক্ট ‘অরিজিনালস’ আমার দেখা সবচেয়ে ইউনিক একটা এনএফটি প্রজেক্ট। আগের বেশ কয়েকটা প্রজেক্টে লোগান ধরা খেলেও এই প্রজেক্টাতে সে জানপ্রান দিয়ে খেটেসে। এই ভিডিওটা তার প্রমাণ।
এই অরিজিনাল নামের এনএফটি প্রজেক্টে লোগান ৯৯ দিনে হাজারের বেশি পোলারয়েড ছবি তুলেছে। ছবিগুলার বিশেষত্ব হচ্ছে এইগুলা ওয়ান পিস, প্রত্যেকটা ছবির পেছনে একটা কাহিনী আছে, প্রত্যেকটা ছবিই এনএফটি হিসেবে বিক্রি হবে এবং বেশ বড় বড় কিছু সুবিধা ও লাভ পাবে একেকটা এনএফটির হোল্ডাররা।
যেগুলা অন্যকেউ এখন পর্যন্ত দেয় নি! তাই এই এনএফটি গুলার ভ্যালুও অনেক এবং প্রায় সবই এখন পর্যন্ত বিক্রি হয়ে গেছে।
লোগান পল এই ছবিগুলা তোলার জন্য সারা পৃথিবী ঘুরেছে। সে আরেকটা জিনিস করেছে সে এই এনএফটির বিক্রি থেকে ইরিজিনালস ডাও তৈরি করেছে। DAO হচ্ছে – Decentralized Autonomous Organization, আমি এটা নিয়ে এখানে বিস্তারিত বলছি না, লিংক দিয়েছি সেখান থেকে জেনে নিবেন এটা কি রকম সংগঠন।
খুবই ইন্টারেস্টিং একটা এনএফটি প্রজেক্ট!
♣ ইউটিউব থেকে
◘ প্যানেরোমা ডকুমেন্টারি নামের এই ইউটিউব চ্যানেল আমার অনেক ভালো লাগে। প্রকৃত বাংলাদেশের একটা ডিজিটাল লাইব্রেরী যেন পুরো চ্যানেলটা।
তাদের চ্যানেল থেকে ভালো লাগার অনেকগুলো ভিডিও আছে। সেখান থেকে এই ভিডিওটা শেয়ার করছি।
♣ পপ-কালচার
◘ ডেনজেল ওয়াশিংটন অভিনীত দ্যা ইকোয়ালাইজার সিনেমা এই সিনটা আমার অনেক প্রিয়।
ডেনজেল যে কিভাবে একে একে এই রাশিয়ান গ্যাঙয়ের লোকদের ঠাণ্ডা মাথায় হত্যা করে দেখলে অন্যরকম একটা তৃপ্তি মিলে। যারা পুরো ছবিটা দেখেছেন তারা আমার সাথে একমত হবেন।
♣ এ সপ্তাহের গান
◘ হুমায়ুন ফরিদী অভিনীত এই গানটাকে কে শুনেছেন আর এই ভিডিওটা দেখেছেন? এটা আমার অনেক প্রিয় একটা ভিডিও গান।
গানটার লিরিকসটা এত ইউনিক, এর মাঝে হুমায়ুন ফরিদীর এক্সপ্রেশন, নাচ ও অভিনয় এই গানে এক কোথায় কি বলব!
মাস্টারপিস!
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া কেহ আগে কেহ পরে যেতে যে হবে জমি জমা বাড়ি গাড়ি সাথে না যাবে আমি অধম কি করিব সময় হলে চলে যাবো মাটির দেহ মাটির মাঝে~হে যাবে মিশিয়া~
♣ এ সপ্তাহের ছবি
◘ স্ট্যাবল ডিফিউশন এআই টুল দিয়ে তৈরি এই ছবি। পপ সিঙ্গার রিহানা স্পেস পাইলট কিন্তু এনিমি স্টাইলে আঁকা।
♣ এই সপ্তাহের উক্তি
“সর্বদা নিজের মতো থাকুন, নিজেকে প্রকাশ করুন, নিজের উপর বিশ্বাস রাখুন।”
~ ব্রুস লি
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৫৭ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
– নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ!
দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না।
ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ।
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
লেখালিখি
দিনলিপি
চিন্তাভাবনা
দর্শন
আইডিয়া
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ