আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স VS আর্টিস্ট, কেইসি নাইস্টাট, আমেরিকান ড্রিম ও তাদের বিলিয়নিয়ার | নিশনামা ডাইজেস্ট ৫৮
নিশনামা ডাইজেস্টের ৫৮তম ইস্যুতে স্বাগতম!
এই ইস্যুতে যা আছেঃ
- কাস্টমার ফোকাসড মিডিয়া কোম্পানি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আর্টিস্টদের জায়গা দখল করবে?
- যেকারণে বড় বড় কোম্পানির কপিরাইট প্র্যাকটিস খারাপ প্রভাব ফেলছে
- কেইসি ইজ ব্যাক!
- আমেরিকা বিলিয়নিয়ারদের কেন এত অপছন্দ করে?
- সোলজার বয় গ্যাংস্টা!
তাহলে চলুন শুরু করা যাক!
♣ এই সপ্তাহের ভাবনা
◘ সাস কোম্পানিগুলো কিভাবে মিডিয়া কোম্পানি হয়ে উঠতে পারে তার একটা ধারণা দিয়েছেন বালাজি শ্রীনিবাস। বালাজি সিলিকন ভ্যালীর প্রমিনেন্ট এঞ্জেল ইনভেস্টর এবং ওয়ান অফ দা ফাইনেস্ট মাইন্ড অফ আওয়ার জেনারেশন। তিনি যখন বলেন তখন ফাউন্ডাররা তার কথা হা করে গিলে।
তিনি যা বলছেন দিন দিন তাই হচ্ছে। একের পর এক কাস্টমার ফোকাসড কোম্পানি আস্তে আস্তে মিডিয়ায় ইনভেস্ট করছে। খুব বেশিদিন আগের কথা না, সাস কোম্পানি হাবস্পট অনেক বড় একটা নিউজলেটার কোম্পানি হাসলকে কিনে নিলো মিলিয়ন ডলারে!
কারণ হাসল প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ পড়ে!
এক কোম্পানি কিনে নেওয়ার মাধ্যমে হাবস্পট কত বড় একটা ডেমোগ্রাফিকের রিচ নিজেদের করে নিলো!
♣ টেক
◘ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মাত্র একটা বাক্য লিখেই দৃষ্টিনন্দন ছবি তৈরি করা যাচ্ছে। দালি টু, মিডজার্নি, স্ট্যাবল ডিফিউশন এরকম কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা মানুষের ক্রিয়েটিভ দুনিয়ার বদ্ধ দরজা খুলে দিয়েছে।
চিন্তা করেন, আপনি ছবি আঁকতে পারেন না। কিন্তু আপনার কল্পনা শক্তির শেষ নাই! আপনি এখন চাইলে এইসব এআই টুলস দিয়ে সহজেই নিজের কল্পনাকে আর্টে রুপান্তরিত করতে পারবেন। যে কল্পনা আগে শুধু আপনার গদ্যে সীমাবদ্ধ ছিল তা আজ ছবিতে রুপান্তির হচ্ছে।
বিষয়টা কি দারুণ না?!
কিন্তু এর সাথে একটা আর্গুমেন্টও আসছে। তাহলে কি এই সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল সত্যিকার আর্টিস্টদের জায়গা দখল করে নিবে?
এইসব কি সত্যিকার আর্ট?
আপনি এআই টুলস দিয়ে যে ছবি গুলা তৈরি করছেন সেগুলা কি আর্ট? আপনি কি একজন আর্টিস্ট?
ইতিহাস থেকে কি শিক্ষা আসে? আর সামনেই বা কি হবে?
এই আর্গুমেন্ট নিয়ে এই চমৎকার একটা টুইটার থ্রেড। ইন্টারেস্টেড হলে অবশ্যই পড়বেন!
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ আপনার মিডিয়া আপনি অধিকার হিসেবে সংগ্রহ করবেন। মিডিয়ার মালিকানা এখন পাল্টা-সাংস্কৃতিক অবজ্ঞার কাজ!
বড় কোম্পানির কপিরাইট প্র্যাকটিস কি সৃজনশীল ক্ষেত্রে ক্ষতি করে?
এই আর্গুমেন্ট নিয়ে ইন্টারেস্টিং একটা আর্টিকেল, পড়তে পারেন!
◘ ইউটিউবে আমার প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এই কেইসি নেইস্টাট।
তার ভ্লগগুলা দেখা ছিল আমার প্রতিদিনকার রুটিন।
কেইসির ভাষায় এগুলা ব্লগ না,তার নিজের ভাষায় এগুলা মুভি। যে সে প্রতিদিন বানিয়ে ইউটিউবে আপলোড দিত।
আর এগুলা যেনতেন ইউটিউব ভিডিও কিন্তু হত না! কি কোয়ালিটি ছিল ভ্লগ গুলার! ইউটিউব সিনটা একাই পাল্টে দিয়েছিলো কেইসির এই প্রতিদিনকার মুভিজ গুলো!
টানা কয়েকমাস এই ভিডিও দিয়ে ইউটিউবে নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছিলো কেইসি নেইস্টাট। কিন্তু প্রতিদিন ভিডিও দেয়ার এই রুটিনে নিজেকেই বার্ণ আউট করে ফেলেছিল সে। তাই এক সময় রেগুলার ভিডিও দেওয়া অফ করে দেয়।
এরপর পরিবারের জন্য তাকে নিউইয়র্ক ছাড়তে হয়। কেইসির ভ্লগ যারা দেখেছেন তারা জানেন নিউইয়র্ক তার জন্য কি! এই শহর তার ব্লগের জন্য কোন লোকেশন ছিল না, তার প্রতিটা ভিডিওর একটা চরিত্র ছিল!
তাই এই শহর ছেড়ে যাওয়া তার জন্য খুব কষ্টের ছিল!
সেদিন টুইটারে সে একটা টুইট করে যা তার ফ্যানদের মাঝে সেই সাড়া ফেলে দেয়! তার মাঝে আমি একজন! সে ঘোষণা দেয় সপিরবারে সে আবার নিউইয়র্কে ফিরছে এবং আবার ভ্লগিং শুরু করছে!
কেইসির আমার যারা ফ্যান তাদের জন্য এটা যে কি অসাধারণ একটা পাওয়া কি বলব! আবার ইউটিউবে ক্লাসি ভিডিও দেখতে পাওয়ার যে স্বাদ সেটা শুধু কেইসি ফ্যানরাই বুঝবে।
দ্যা কিং অফ ভ্লগিং ইজ ব্যাক বেবি!
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ মাস্ট রিড
◘ আমেরিকার মানুষজন বিলিয়নিয়ারদের এত অপছন্দ করে কেন এটাই আমার মাথায় আসে না! আপনি বললে বিশ্বাস করবেন না, তাদের সব সমস্যার মূল হিসেবে তারা এইসব বিলিয়নিয়ারদের উঠতে বসতে গালি দেয়!
সব না কিন্তু বেশিরভাগ!
অবস্থা এমন হয়েছে যে, যারা আমেরিকান ড্রিম টার্নটাকে বিশ্বাস করে নিজের প্রথম জীবনে খেটে, খেয়ে না খেয়ে, অন্যদেশ থেকে এসে আজকে নিজের অবস্থা ফিরিয়েছেন, অনেকে বিলিয়নিয়ার হয়েছেন তাদের পর্যন্ত গালি খেতে হয়!
ওয়াশিংটন পোষ্ট এরকম এক বিলিয়নিয়ারকে নিয়ে একটা অপিনিয়ন পিস ছেপেছিল। আর্টিকেলটা আমার অনেক ভাল লেগেছে।
বিলিয়নিয়ার লিওন কুপারম্যান, নিজের লাক আর শ্রম দিয়ে নিজের অবস্থা ফিরিয়েছেন। তিনি শূন্য থেকে উঠে শ্বে আজ বিলিয়নিয়ার। তাকে যখন এইসব গালি মানুষ ইমেইলে দেয়, তখন তিনি নিজেকে প্রশ্ন করেন – তার দোষ কি? তার আমেরিকান ড্রিম অর্জনটা কি দোষ? নিজের অবস্থার পরিবর্তন করতে চাওয়াই কি দোষ?
পড়তে পারেন, ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে।
♣ পপ-কালচার
◘ দ্যা বয়েজ, আমাজন প্রাইমের এই সিরিজ কার কার পছন্দের?
এই সিরিজের সোলজার বয় আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার।
◘ সিক্রেট হেডকোয়ার্টার নামের মুভিটা দেখলাম।
অন্যদের কাছে আহামরি কোন মুভি মনে হবে না। আসলেই আহামরি কোন মুভি না।
কিন্তু আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে আমি অনেক দিন পর কোন কিডস মুভি দেখে আমার দুইহাজারের সেই স্পাই কিডসের ফিল পেয়েছি!
এমনিতে এই মুভির ডায়ালগ গুলা সেই ক্রিঞ্জ ছিল। জোর করে বাচ্চাদের ইয়ং এডাল্ট বানানোর চেষ্টা চোখে লেগেছে। কিন্তু ওয়েল অলসনের জন্য দেখেত খারাপ লাগে নাই। এই লোকরে যেকোন মুভিতে নিয়ে আপনি বসাই দেন আমি সেই মজা নিয়ে দেখব।
স্পাই কিডস মুভিটা কে কে দেখেছেন?
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ রিয়াজ আর পূর্ণিমার “মনের মাঝে তুমি” সিনেমাটা যখন বের হয়েছিলো আমার মনে আছে এই গানটা সোনার আর দেখার জন্য ছায়াছন্দ শুরু হলেই টিভির সামনে বসে থাকতাম!
উদিত নারায়ণ আর সাধনা সারগামের কণ্ঠে গানটা অনেক শ্রুতিমধুর!
♣ এ সপ্তাহের ছবি
◘ আঁকা ও পোষ্ট – u/ayaseesblack
♣ এই সপ্তাহের উক্তি
“The value of a man is measured by the few things he creates, not from the many goods that accumulates”
◘ একজন মানুষের মূল্য পরিমাপ করা হয় তার সৃষ্ট কিছু জিনিস দিয়ে, তার জীবনে সংগ্রহ করা জিনিসপত্র থেকে নয়।
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু ৫৮ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
– নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ!
দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না।
ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ।
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
লেখালিখি
দিনলিপি
চিন্তাভাবনা
দর্শন
আইডিয়া
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ