নিশাত শাহরিয়ার - নিশনামা ডাইজেস্ট ৫৯

বড় স্বপ্নের পথে, উড়ন্ত বাইক, ক্রিয়েটর ইকোনমি গ্রোথ ও বিয়ে! | নিশনামা ডাইজেস্ট ৫৯

নিশনামা ডাইজেস্টের ৫৯তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ

  • ছোট স্বপ্ন বড় স্বপ্নের পথ দেখায়।
  • উড়ন্ত বাইক এখন স্বপ্ন নয় বাস্তব
  • গত দুই বছরে ক্রিয়েটর ইকোনমির গ্রোথ কেমন ছিলো?
  • চরকির ফিল্ম – টান
  • আয়মান সাদিক ও টেন মিনিটস স্কুলের আয় রোজগার
  • গান্ধী ও চ্যাপলিন
  • সাদাত হোসেইনের লেখা ফিল্মের গান
  • বিয়ে করুন, খুশি থাকুন!

চলুন শুরু করা যাক!

বিয়ে করুন সুখে থাকুন - নিশাত শাহরিয়ার নিশনামা ডাইজেস্ট ইস্যু ৫৯
Photo by Ben Rosett on Unsplash
“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


♣ এই সপ্তাহের ভাবনা

“কখনো কখনো নিজের স্বপ্নের পথে আপনি হারিয়ে যান, এবং বড় আরেকটা খুঁজে পান।

◘ ইংরেজিতে কথাটা এরকম – “Sometimes on the way to a dream, you get lost and find a bigger one”

আমি জানিনা কথাটার সঠিক বাংলা আমি উপরে করতে পেরেছি কিনা। এই উক্তিটা আমি ঠিক কোথায় শুনেছিলাম আমার মনে নাই। আমি আপনার কথা জানি না, কিন্তু আমার জন্য এই উক্তিটা ভীষণ সত্যি!

আমি একসময় খুব বড় কিছু হতে চাইতাম, অনেক মানুষ নিয়ে বড় কোম্পানি খোলার স্বপ্ন ছিলো। কিন্তু পরে আমি আমার শান্তি খুঁজে পেয়েছি সলোপ্রেনিউরশিপে।

আমি একসময় বিয়ে করতে চাইতাম না, কিন্তু এরপর আমি সবকিছু পেয়েছি আমার স্ত্রীর মাঝে। এবং এই আমি এখন কিছুদিন পর বাবা হতে যাচ্ছি! (আরে ভাই শুভকামনা তো জানান কমেন্টে!)

আমি নিশ্চিত আমার সব দুনিয়া হবে আমার কুইন কিংবা কিং! (আমি এখনো জানি নাই!)

আপনার গল্পটা কি?


♣ টেক

◘ ছোটবেলা যখনি টিভিতে স্টার ওয়ার্স দেখতাম, এই ছবির ফ্লাইং বাইক গুলা ভালো লাগত। নিজে একবার স্বপ্নেও দেখেছিলাম যে, আমি এই বাইক গুলা চালাচ্ছি!

হোভার বাইক স্টার ওয়ার্স উড়ন্ত বাইক
উড়ন্ত বাইক!

আমি কখনো ভাবি নাই বেঁচে থাকতে আমার সৌভাগ্য হবে এই আবিষ্কার নিজের চোখে দেখে যাওয়ার। হয়তো এক সময় আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে এই উড়ন্ত বাইক চালাবে।

From Twitter

জাপানের একটা স্টার্টআপ AERWINS, এমন হোভার বাইক বানিয়েছে যা প্রায় ৪০ মিনিট উড়তে পারে।


♣ ক্রিয়েটর ইকোনমি

নতুন ডাটা থেকে জানা যাচ্ছে গত দুই বছরে ক্রিয়েটর ইকোনমি গ্লোবালি ১৬৫ মিলিয়ন বেড়েছে – যা আগের থেকে প্রায় ১১৯%!

আমি ক্রিয়েটর ইকোনমির বিগ ফ্যান, নিজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই তাই গত ১ বছর ধরে সিরিয়াসলি নিশনামায় লেখালেখি করছি।

ক্রিয়েটর ইকোনমি - ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর
সোর্সঃ এডোবি

যারা এই রিপোর্টটা পড়তে চান তারা এখানে ক্লিক করে পড়তে পারেন। এই স্টাডিটা পাবলিশ করেছে বিখ্যাত ব্র্যান্ড এডোবি।

এই রিপোর্টে এডোবি বলছে, পৃথিবীতে প্রায় ২৩% মার্ক আপ ক্রিয়েটররা ফিল আপ করে, অর্থ্যাত প্রায় প্রতি ৪ জনে ১ জন মানুষ আর্ট ও ক্রিয়েটিভ ফিল্ডে কন্ট্রিবিউট করছে।

অবিশ্বাস্য! বর্তমান ডিজিটাল মিডিয়া আসলে বড় একটা প্রভাব রাখছে এইখানে। কারণ ডিজিটাল মিডিয়ার কারণে এখন যে কেউ সহজে ডিজিটাল ক্রিয়েটর হতে পারছে। যেটা আগে তেমন করে সম্ভব ছিলো না।

ক্রিয়েটর ইকোনমি দিন থেকে দিন অনেক বড় হচ্ছে। বিলিয়ন ডলারের মার্কেট হয়ে উঠছে এটা। নতুন ধরণের এক জেনারেশন তৈরি হচ্ছে যারা স্বাভাবিকভাবেই ক্রিয়েটর। সামনে কি হবে সেটা নিয়ে আমি অনেক এক্সাইটেড!


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

আয়মান সাদিক কিভাবে টাকা আয় করে? টেন মিনিটস স্কুল কিভাবে চলে? তারা ইনভেস্টমেন্ট কিভাবে পেলো? টেন মিনিট স্কুলের রেভিনিউ কি?

আমার মতো আপনার মাথায় যদি এই প্রশ্ন গুলো আসে, তাহলে খালিদ ফারহানের সাথে আয়মান সাদিকের এই পডকাস্টটা দেখে আসতে পারেন!

Ayman Sadiq – 10 Minute School এর আয় রোজগার, Operation এবং মার্কেটিং এর গল্প – Gyani Kothabarta Show

♣ পপ-কালচার

◘ চরকিতে একটা ফিল্ম আছে “টান” আপনারা কি দেখেছেন?

Now Streaming | Taan | Chorki Original Film

আমার মনে হয় এই মুভিটা নিয়ে মাতামাতি অনেক কম হয়েছে। বুবলি ও সিয়াম অভিনীত মুভিটি দেখে আমার মনে হয়েছিলো এই মুভিটা নিয়ে আর মাতামাতি হওয়া উচিত ছিলো!

সিয়াম এই মুভিতে অনেক ভালো অভিনয় করেছেন। বুবলির মুভি এর আগে আমি কখনো দেখিনি। তার অভিনয় দক্ষতা সম্পর্কে আমার কোন ধারণাই ছিলো না। কিন্তু এই ছবিতে তার অভিনয় আমাকে অবাক করেছে। টান মুভি দেখে মনে হচ্ছিলো অনেকদিন পর ভালো একটা মুভি দেখলাম!


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ সাদাত হোসেইন অনেক ভালো লেখেন। তার বই অনেক চলে, কিন্তু গীতিকার হিসেবে তিনি কেমন?

এই প্রশ্নের উত্তর পাবেন এই গানটা শুনলে।

Eka Rastay | Talash | Bangla Movie Song | Ador Azad | Bubly | Sharuk | Sadat Hossain | Saikat Nasir

গানের লিরিকসটা আমার এত ভালো লেগেছে। আর গায়ক হিসেবে দিন ইসলাম শারুক অনেক ভালো করেছেন। লুপে শুনতে অনেক ভালো লাগে।


♣ এ সপ্তাহের ছবি

মহাত্না গান্ধী ও চার্লি চ্যাপলিন
চার্লি চ্যাপলিন (বামে), মহাত্না গান্ধী (ডানে) ছবিঃ টুইটার থেকে।

◘ এক ছবিতে আমার দুই প্রিয় ব্যাক্তিত্ব। মহাত্না গান্ধী ও চার্লি চ্যাপলিন।

♣ এই সপ্তাহের উক্তি

কেন বিয়ে করা জরুরী?
সোর্সঃ আমার টুইটার

◘ এই টুইটটা কিছুদিন আগে করেছিলাম। আমি এখনো কনফিডেন্টলি বলতে চাই, আমি আসলেই সুখী।

আপনার মনের ভাবনা কি? আপনি কি আমার সাথে একমত?

কমেন্টে জানান!


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৫৯ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।

– নিশাত শাহরিয়ার


লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

One Comment

  1. ডাইজেস্ট পড়ে ফেলেছি । ভাল লেগেছে। লেখালিখি অব্যাহত রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.