নিশনামা ডাইজেস্ট ৭০ নিশাত শাহরিয়ার

এক্সট্রিম ডিসিপ্লিন, বাগদাদের ভেতরে, চায়নার মাস-সার্ভাইলেন্স ও জিমি কার্টার | নিশনামা ডাইজেস্ট ৭০

২০২৫ সালের প্রথম নিশনামা ডাইজেস্টে ইস্যু ৭০ পড়তে স্বাগতম। 

এই ইস্যুতে যা আছেঃ

  • নাম্বার ওয়ান হতে হলে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়? 
  • আমরা যদি সাগর শুকিয়ে ফেলি তাহলে কি হবে? 
  • বাগদাদে ১০০ ঘণ্টা 
  • মার্ভেল ও ডিসি মুভিগুলা এত আলাদা কেনো? 
  • চায়না যেভাবে তাদের নাগরিএক্র উপর নজরদারি করে
  • সিঙ্গাপুরে প্রবাসীরা কেমন আছেন?
  • এসো তবে জোছনা সাজাই 
  • মিলিয়ন ডলার উইকেন্ড
  • বিদায় জিমি কার্টার

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৭০!

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


♣ এই সপ্তাহের ভাবনা

◘ রিসেন্টিলি এক্সে (আগের টুইটার) একজন জিজ্ঞেস করছে, তোমার পড়া সবেচেয়ে সেরা উক্তি কোনটা? 

সেখানে আরেকজন লোক এসে এটা শেয়ার করেছে। নোভাক জোকভিচ, বিশ্ব বিখ্যাত টেনিস প্লেয়ারের কথা বলা হচ্ছিলো এখানে। এই উক্তি সে করেছে ঠিক অস্ট্রেলিয়ান ওপেন ২০১২ জেতার পর। এটা নেওয়া হয়েছে তার বায়োগ্রাফি থেকে — 

নোভাক জকোভিচ, সার্ভ টু উইনঃ নোভাক জকোভিচের জীবন কাহিনীর সাথে তার ডায়েট, এক্সসারসাইজ ও মোটিভেশনাল টিপস - নিশনামা ডাইজেস্ট ৭০

ঠিক কতটা শৃঙ্খলা? ২০১২ সালের জানুয়ারিতে, আমি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদালকে হারিয়েছিলাম। ম্যাচটি চলেছিল পাঁচ ঘণ্টা তেপ্পান্ন মিনিট – যা অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ম্যাচ এবং ওপেন যুগে সবচেয়ে দীর্ঘ গ্র্যান্ড স্লাম সিঙ্গলস ফাইনাল। অনেক সমালোচক এই ম্যাচটিকে সর্বকালের সেরা টেনিস ম্যাচ বলে অভিহিত করেছেন। জেতার পর আমি মেলবোর্নের লকার রুমে বসেছিলাম। আমি একটা জিনিস চেয়েছিলাম: চকলেট খেতে। ২০১০ সালের গ্রীষ্মের পর থেকে আমি চকলেটের স্বাদ নিইনি। মিলজান আমাকে একটা ক্যান্ডি বার এনে দিল। আমি একটা টুকরো ভেঙ্গে নিলাম – একটা ছোট্ট টুকরো – আর মুখে দিয়ে জিভের উপর গলতে দিলাম। এটুকুই আমি নিজেকে অনুমতি দিয়েছিলাম। নাম্বার ওয়ান হতে এটুকুই লেগেছে।

নোভাক জকোভিচ, সার্ভ টু উইনঃ নোভাক জকোভিচের জীবন কাহিনীর সাথে তার ডায়েট, এক্সসারসাইজ ও মোটিভেশনাল টিপস

ওয়ান অফ দ্যা কোল্ডেস্ট কোট ওয়ান ক্যান রিমেম্বার। দিস গাই বিল্ট ডিফারেন্ট।

◘ মাঝে মাঝে, আমার এরকম কল্পনাপ্রসূত উদ্ভট চিন্তা আসে। আমি নিশ্চিত আপনারদেরও এইরকম চিন্তা আসে!

যদি সমুদ্রের সবচেয়ে গভীর স্থান চ্যালেঞ্জার ডীপের তলদেশে ২০ মিটার ব্যাসের একটি বৃত্তাকার পোর্টাল তৈরি হয়, তাহলে কত দ্রুত সমুদ্রের জল শুকিয়ে যাবে? জল নিঃশেষ হওয়ার সময় পৃথিবীর কী কী পরিবর্তন হবে?

What if you drained the oceans?

যারা এরকম সিনারিও কল্পনা করতে পছন্দ করেন, তাদের জন্য ট্রিট এই ভিডিও


♣ টেকনোলজি

◘ পৃথিবীর সবচেয়ে বড় দেশটি তার নাগরিকদের নজরদারি করার জন্য একটি সিস্টেম তৈরি করেছে। ঠিক এভাবেই তারা এটি করে, ভিডিওতে

How China Tracks Everyone

ভয়ানক! চিন্তা করেন,আপনার দেশের সরকার আপনার প্রতিটা পদক্ষেপ ফল করছে, রেকর্ড করছে সেই অনুযায়ী আপনাকে ক্যাটাগরাইজড করছে! ভয়ানক!
VICE এর জার্নালিস্ট এল রিভ চীনে গিয়ে ফেসিয়াল রেকিগনেশন প্রযুক্তির এই ভয়ানক প্রয়োগ  – এবং এর ফলে আমাদের সবার জন্য এর প্রভাব কী হতে পারে তার উত্তর খোঁজা হয়েছে এই ভিডিওতে। দেখতে পারেন।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ বাগদাদ!

আমরা এই শহর সম্পর্কে অনেক পড়েছি যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ করে। প্রতিটি গল্পের সত্য এবং মিথ্যা দুই দিকই আছে। কিন্তু আপনি বাগদাদ বা এর মানুষজন সম্পর্কে কতটুকু জানেন?

ইয়েস থিওরি ক্রিয়েটর টিম তাদের “১০০ ঘণ্টা বাগদাদে ২০২৪” ভিডিওতে আসল বাগদাদ দেখিয়েছে।

100 HOURS IN BAGHDAD IN 2024

অবশ্যই দেখবেন!

ভিডিও থেকে একটি মন্তব্য তুলে ধরলাম:

“আমি একজন মার্কিন সৈনিক ছিলাম, এবং ২০০৫-২০০৬ সালে বাগদাদে এক বছর কাটিয়েছি। বেশিরভাগ সময় কাররাদাহ, আল-দোরা, এবং আল-কিন্দিতে। আমি মনোযোগ সহকারে প্রতিটি মিনিট দেখলাম, কিছু চিনতে পারি কিনা। আমি ওই এলাকার পিছনের রাস্তাগুলোতে টহলে অনেক দিন কাটিয়েছি। আমি অনেক ইরাকি বন্ধু বানিয়েছিলাম, কেউ কেউ এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। অন্যরা মারা গেছে, আমি তাদের খুব মিস করি। বিশেষ করে আমার ভালো বন্ধু রুকাইয়া ইব্রাহিম, যাকে আমরা ‘সারা’ বলতাম। সে আমার একজন দোভাষী ছিল এবং অনেক মিশনে নির্ভীক ছিল। সে ২০১৭ সালে মারা যায় এবং অনেকেই তাকে মিস করে।

আমি একজন আক্রমণকারী ছিলাম, কিন্তু ইরাকি জনগণ ছিল দয়ালু এবং আন্তরিক। আমি কেন সেখানে ছিলাম তা ফিরিয়ে নিতে পারব না, কিন্তু আমি ইরাকি জনগণের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমার অভিজ্ঞতা আমাকে বদলে দিয়েছে।

এই ভিডিওর জন্য ধন্যবাদ। এটি অনেক স্মৃতি ফিরিয়ে আনলো।”


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

পরিচিত হোন রিপনের সাথে, যিনি ১৪ বছর ধরে সিঙ্গাপুরে কাজের জন্য বসবাস করছেন। ম্যাক্স চেরনভ নামের একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও সাক্ষাৎকারে তিনি সিঙ্গাপুরে প্রবাসীদের জীবনযাপন, মাইগ্রেন্ট ওয়ার্কারদের লিভিং কন্ডিশন আর তাদের প্রতি সিঙ্গাপুরিয়ানদের ব্যবহার সবকিছু তুলে ধরেছেন। 

Bangladeshi migrant worker about his 14 years in Singapore

এই ভিডিওগুলা দেখি আর ভাবি, এই বাংলাদেশে সিলেটের মতো শহরে বসে আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে পারছি সবই আল্লাহর শুকরিয়া। পরিবারের সুখের জন্য আমাকে দেশের বাইরে পরিবার ছাড়া বছরের পর বছর থাকতে হচ্ছে না প্রবাসীদের মতো। তারপরও আমি তাদের কষ্টগুলা অনুভব করতে পারছি। 

আল্লাহ সকল প্রবাসীদের ভালো রাখুন। আমিন। 


♣ পপ-কালচার

◘ আমি ডিসি চলচ্চিত্র, টিভি সিরিজ, অ্যানিমেশন এবং কমিক্সের একজন ভক্ত। কিন্তু আমি মার্ভেল এর কন্টেন্ট দেখতেও ভালোবাসি। হয়তো আমি সেই অল্প সংখ্যক মানুষদের একজন যারা উভয় ফিল্ম স্টুডিওর সিনেমাই পছন্দ করে।

আমি সবসময় ভেবেছি কেন মার্ভেল এবং ডিসি চলচ্চিত্রগুলো আলাদা। এখানে তাদের পার্থক্যের একটি খুব ভালো বিশ্লেষণ দেওয়া হয়েছে। দেখতে পারেন।  ক্লিকবেইট থাম্বনেইল ইগ্নোর করেন!

আমি ডিসি পছন্দ করি। “ডিটেকটিভ কমিক্স” (ডিসি) আপনাকে কৌতূহলী করে তোলে এরপর কি হবে এটা নিয়ে ভাবায়, যেখানে “মার্ভেল” আপনাকে কিছু অসাধারণ হতে যাচ্ছে এটা বলেই দেয়। মার্ভেলের গল্পগুলোতে, দর্শকরা সাধারণত ফুল প্লটটা জানে: একটা বিশাল খারাপ প্ল্যান, একটা বিরাট লড়াই, এবং একটা বড় জয়। চরিত্রগুলো কী করছে বা কেন ঘটনাগুলো ঘটছে তা নিয়ে তেমন রহস্য নেই, কৌতূহল নেই।

আপনার কী মনে হয়? আপনার কি এমন মনে হয়? কমেন্টে জানাবেন।


♣ ব্যবসা

◘ ব্যবসা শুরু করা সহজ নয়। আপনার হয়তো আইডিয়া আছে, কিন্তু প্রয়োজনীয় তাগিদ নেই। এই করব একদিন বলে বসে আছেন, আপনার একটা পুষ দরকার। তাহলে এই ভিডিওটি দেখুন, এটি নোয়া কাগানের “মিলিয়ন ডলার উইকেন্ড” বইয়ের একটি রিভিউ।

নোয়ার এই বইটি আমার অনেক পছন্দ। এটি আপনাকে একটি সহজ কাজে ঠেলে দিবে, সহজ কিন্তু কঠিন লাগবে। কিন্তু একবার করে ফেললে আপনি একটা লাইনে চলে আসবেন। আপনার কনফিডেন্স বাড়বে। যা আপনাকে আপনার পরবর্তী বড় ব্যবসা শুরু করতে সাহায্য করবে। Deya অসাধারণভাবে ভিডিওতে বইটির রিভিউ করেছে। কুডোস!


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ ৯০ দশকের ছেলেপুলেদের কাছে হাবিবের ময়নাগো এলবাম একটা নস্টালজিয়া। ক্যাসেট কিনে এই গান সোনার ফিলিঙ্গসের সাথে আর কোন কিছুর তুলনা হয় না। 

আবেগ আসে নাই, সেই বয়স হয় নাই কিন্তু হাবিবের এই এসো তবে বৃষ্টি নামাই গান শুনে শুনে অন্যরকম ফিলিঙ্গস নিতাম আমরা!

এসো তবে জোছনা সাজাই, দুচোখের তারায় তারায়…


♣ এ সপ্তাহের ছবি

◘ ফর্মার আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। এটা শুনে যখন আমি প্রথম এক্স (ফরমার টুইটার) ওপেন করলাম তখন আমার চোখে প্রথম এই পোষ্টটা চোখে পরল। আনক্যানি ফ্যামিলারিটি!

প্রয়াত আমেরিকান প্রেসিডেন্ট জিমি কার্টার ও আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন

♣ এই সপ্তাহের উক্তি

“জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল ভালো মেজাজে থাকা।”

– ভলতেয়ার

◘ একটু থামুন। এটা নিয়ে ভাবুন। এটা কি সত্যি নয়? এটাই কি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়?

আপনি কি আজ ভালো মেজাজে আছেন?


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৭০ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.