খাবারের স্বাধীনতা, জ্যাকি চানের স্ট্যান্ট ও জন্মসূত্রে আমেরিকান সিটিজেনশিপ | নিশনামা ডাইজেস্ট ৭২
আসসালামু আলাইকুম!
টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বাছাই করা নিশনামা ডাইজেস্টে-এর ৭২ তম স্বাগতম!
আপনি এখন হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সাথে যোগ দিচ্ছেন, যারা আমার নিজে বাছাই করা লিঙ্ক আর চিন্তাভাবনা নিশনামা ডাইজেস্ট প্রতি সপ্তাহে আমার এই ওয়েবসাইট নিশনামা ডট কমে পড়ে থাকে। প্রতিটা ডাইজেস্টে থাকে ৪টা দেখতেই হবে এমন লিঙ্ক, আর আমার সপ্তাহের চিন্তা, ছবি আর উক্তি।
এই ইস্যুতে যা আছেঃ
- আপনি কি খাবারের ব্যাপারে স্বাধীন?
- বড় টেক কোম্পানিগুলো যেভাবে এআই দিয়ে আমাদের বোকা বানাচ্ছে
- ৪০ সেকেন্ডে এক বছর!
- জ্যাকি চানের দুর্ধর্ষ বিপদজনক স্টান্ট
- অনলাইনে আয় করতে কি মিলিয়ন ফলোয়ার লাগে
- অবিশ্বাস্য অপ্রকাশিত ট্রেইল ক্যামেরার ফুটেজ
- সাফল্য সম্পর্কে একটা দারুণ দৃষ্টিভঙ্গি
- আমেরিকার সিটিজেন বাই বার্থ যেভাবে এলো
- অলিরও কথা শুনে বকুল হাসে…
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৭২!

নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”
♣ এই সপ্তাহের ভাবনা

◘ আপনি কি আপনার খাবার উৎপাদনে স্বাধীন? আপনি কি প্রতিদিন বাজার করেন? অনেকেই এটা জানে না, নিজের খাবার নিজে উৎপাদন করার জন্য আপনার একরের উপর একর জমির দরকার নেই। কেভিনের এই পোস্টটা দেখুন।
সে আমার পছন্দের একজন গার্ডেনিং ইনফ্লুয়েন্সার, যে সবসময় প্র্যাক্টিক্যালি দেখায় আপনার একটুখানি বাগান করার জায়গায় বসে কী কী করা যায়। আপনি নিজের খাবার উৎপাদন করতে পারেন, আপনার কিছু কিনতে হবে না। আপনি আপনার বাগান থেকে সরাসরি তাজা সবজি পেতে পারেন। এটা শুধু একটা উদাহরণ যা সে দেখাচ্ছে।
গ্রামে বড় হওয়ায় নিজের অভিজ্ঞতাটা শেয়ার করি। ছোটবেলা থেকে আমরা খুব কমই শাক সবজি কিনে খেয়েছি। বাড়ির সামনে আমাদের জমি ছিলো, খুব বেশি না তবে যথেষ্ট। আমাদের বাবাকে দেখেছি সেখানে নানান সিজনে নানান সবজি ফলাতে। আমাদের চাচারাও সেইম। (মনে হয় গ্রামে যারা থাকে বা বড় হয়েছেন তাদের সব অভিজ্ঞতায়ই মনে হয় এই রকম)। আলু, শিম থেকে শুরু করে লাউ, কুমড়ো, হরেক ররকম শাক কোন কিছুই বাদ যায় নি চাষ করা থেকে। আমরা দুই ভাইও নিজেদের ছোট বাগানে মরিচ থেকে অনেক কিছুই চাষ করেছিলাম।
এখন,বলেন দেখি – আপনার বাড়ির পিছনে কি একটা বাগান আছে? না থাকলে বাগান করার এখনি সময়।
♣ টেকনোলজি
◘ এআই নিয়ে আলোচনা এখন সব জায়গায়। সব জায়গায় আপনি এখন এ আই পাবেন। এ আই কি সত্যিই যতটা বলা হয় ততটা ভালো, নাকি এখানে এটা একটা বড় ধোঁকা? ঠিক, বেশিরভাগ জিনিসের মতোই, সত্যিটা মাঝামাঝি কোথাও আছে।
বড় টেক কোম্পানি গুলো কি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ঢোকা দিচ্ছে?
এই ভিডিওতে ColdFusion আমাদের দেখায় যে, এআই-এর কিছু উপকারী কাজ থাকলেও, এর চারপাশের বাড়াবাড়ি হাইপ টেক ইন্ডাস্ট্রির ওপর খারাপ প্রভাব ফেলেছে।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ “৪০ সেকেন্ডে এক বছর”
এটাই এই ভিডিওর টাইটেল, আর কিছু না। আপনি যদি এই ধরনের টাইম-ল্যাপস ভিডিও পছন্দ করেন, তাহলে এটা অবশ্যই দেখবেন।
এই ভিডিও দেখতে দেখতে আমি ভাবছিলাম এই ক্রিয়েটর এই ভিডিওতে কতটা পরিশ্রম করেছে জাস্ট ৪০ সেকেন্ডে আমাদের ১ বছরের পরিবর্তন দেখাতে।
সময় সত্যিই উড়ে যায় — মাঝে মাঝে মনে হয় এক বছর চোখের পলকে চলে গেছে!
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ আমেরিকার একটা সিস্টেম আছে যেখানে ঐ দেশে কেউ জন্ম নিলে তাকে আমেরিকার নাগরিকত্ব দেওয়া হয়। এখন তার মা বা আমেরিকার নাগরিক হোক আর না হোক। ছোটবেলা থেকেই এই জিনিসটা আমার অবাক লাগত, আমেরিকায় এই সিস্টেমটা কেনো, কোথা থেকে আসলো।
এই ভিডিওতে জিনিসটা ভালভাবে ব্যাখ্যা করা হয়েছে। সম্প্রতি ট্রাম্প আসার পর এই সিস্টেমটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে কারণ ট্রাম্প এই জিনিসটাই তুলে ফেলতে চাচ্ছে। ট্রাম্প যদি এটা করে ফেলে তাহলে এটার প্রতিক্রিয়া মারাত্মক হবে।প্রচুর মানুষকে ট্রাম্প আমেরিকা থেকে বের করে দিতে পারবে।
♣ পপ-কালচার
%20https%20__t.co_GhIiNAGme8%20_%20X.webp)
◘ এটা একটা এক্স (টুইটার) থ্রেড যেটাতে জ্যাকি চ্যানের সবচেয়ে বিপজ্জনক স্টান্ট ফিচার করা হয়েছে।
আপনি যদি জ্যাকি চানের ফ্যান হয়ে থাকেন তাহলে এই লিস্ট মিস করবেন না!
ছোটবেলা থেকেই আমি জ্যাকি চ্যানের এই স্টান্ট করার ক্ষমতা দেখে অবাক হয়েছি, এখনো হই। একটা মানুষ বারবার আহত হয়েও, সুস্থ হয়েই আবার স্টান্ট করতে ফিরে আসে! ভাবা যায়?
এই মানুষটা একজন লিজেন্ড।
দেখেন, আপনিও মানতে বাধ্য হবেন।
♣ ব্যবসা
◘ আপনি যদি মনে করেন যে অনলাইনে টাকা কামাতে বা ব্যবসা গড়তে গেলে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার দরকার, তাহলে এই ভিডিওটা আপনার দেখা দরকার।
আপনি এতদিন ভুল জানতেন; ভিডিওটা ভালো করে দেখেন।
এখানে, অ্যালেক্স হরমোজি এমন এক মহিলার কথা বলছেন যিনি ৬ হাজারেরও কম ফলোয়ার নিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, তার গড় পোস্টে ৯০টা লাইক পড়ে।
আপনি যদি শুধু একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে দয়া করে শুরু করেন আর পুরোপুরি মন দিয়ে করেন কোন দিকে না তাকিয়ে। আপনার অন্যদের ফলোয়ার কত দেখার দরকার নাই। আপনার লক্ষ লক্ষ কাস্টমার দরকার নেই, আপনার দরকার শুধু ১ জন কাস্টমার!
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ অলিরও কথা শুনে বকুল হাসে…।
হেমন্ত মুখার্জির এই গানটা শুনে নি এমন গান পাগল মানুষ কম আছে। এই সপ্তাহে শুনুন এটা। আমার প্রিয় গানের একটা।
♣ এ সপ্তাহের ছবি
◘ অবিশ্বাস্য ট্রেইল ক্যামেরার ফুটেজে খুব একটা কম দেখা যায় এমন কানাডা লিঙ্কসকে দারুণ ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে।
এই ছবিগুলো Voyageurs Wolf Project-এর লোকেরা উত্তর মিনেসোটার Voyageurs National Park-এর Kabetogama Peninsula-এর বনভূমিতে তুলেছে — যেখানে কানাডা লিঙ্কস খুব কম সংখ্যায় ঘুরে বেড়ায়।
দূরবর্তী ক্যামেরা, যেগুলোকে ট্রেইল ক্যামেরাও বলা হয়, ১৯৮০-এর দশকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এগুলো মানুষকে প্রাণীদের লুকানো জীবন আর প্রাকৃতিক জগতের খুব একটা আগে কখনো না-দেখা দৃশ্য ধারণ করতে সাহায্য করেছে।
এখানে ট্রেইল ক্যামেরার আরও ছবি দেখতে পাবেন।
♣ এই সপ্তাহের উক্তি

◘ সফলতা হলো কাজে যেতে মন চাওয়া আর বাড়ি ফিরতে মন চাওয়া। দুইটাই একটা আরেকটার সাথে সম্পর্কিত সফলতা সম্পর্কে এই চিন্তাভাবনাটা আমার ভাল লেগেছে। আপনার কি মত?
যাওয়ার আগে…
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন—আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!
শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ!
দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না।
ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ।
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
লেখালিখি
দিনলিপি
চিন্তাভাবনা
দর্শন
আইডিয়া
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ