আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না! | কবিতা
ছবি – সংগ্রহিত বেলা অবেলা হয়ে হারিয়ে যাবে সময়, কোকিলের কুহু ডাক আর শোনা হবে না আমার, কত বসন্ত পেরিয়ে যাবে কত জন্মদিন গত হবে আমি জানি না কালবৈশাখী গত হয়েছে, ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘর আর মাথা তুলে নি। তাল গাছের নীচে বাবু পাখির বাসা দুমড়ে মুচড়ে পড়ে আছে এখনো, বাচ্চাটা মনে হয় মেছো বিড়ালের…