রেমির জন্য ভালোবাসা | ছোট গল্প
ভ্রু কুঁচকে বিছানার দিকে তাকিয়ে আছে শায়না। বিছানায় একগাদা নতুন কাপড়। ছোট এক বয়সী বাচ্চাদের ফ্রক, লাল নীল সবুজ হেনতেন কোন রঙই বাদ পড়ে নাই! কাপড়গুলোর পাশে ধবধবে সাদা দাঁত বের করে বসে আছে শায়নার স্বামী নিহান। ‘এসব কি!?’ ধমকে উঠলো শায়না। নিজের দন্তগুলো আরো বিকশিত করে নিহান বলল, ‘আমাদের মেয়েটার জন্য কাপড় কিনলাম…