ফেসবুক হুইসেলব্লোয়ার, ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব | নিশনামা ডাইজেস্ট ১৭
নিশনামা ডাইজেস্টের ১৭তম ইস্যুতে স্বাগতম! আমি জানি ইস্যুটি প্রতি রবিবার আসবে বলেছিলাম। কিন্তু প্রথম থেকেই শিডিউল একদম ঠিক রাখা যায় নি। নিশনামা প্রথম থেকে প্রতি শুক্রবার প্রকাশ করলেও এর পর রবিবারে সেটা শিফট করি। এরপর সেটা সোম বা মঙ্গলেও যায় আসি করে। তাই এখন থেকে ঠিক করেছি, প্রতি বুধবার নিশনামা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে…