হেই ফেলিসিয়া! | কবিতা
|

হেই ফেলিসিয়া! | কবিতা

আমি অবাক রাত্রিরে ঘুমুতে যাই,আমার ঘুম আসে না।আমি বিশাল আসমানে রাতের তারায় ঘুরে বেড়াই,আমার ঘুম আসে না।আমার যত অবাক সব দুঃখ মিটিমিটি হাসে,আমি এন হ্যাথওয়ের পেছনে বাইসাইকেলে বসে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি।আমি যখন ভাতঘুম দেই ধূসর বিকেলেঅচেনা মেয়েটি আমার ক্লান্ত মুখ দেখে মুচকি হাসে। ফেলিসিয়া জানো কি?আজকাল আমার স্বপ্নদোষও হয় না!জমিন কাঁদে ফসলের হাহাকারে।এমনতো নয়…

আমি | কবিতা
|

আমি | কবিতা

আমি তপ্ত রোদেলা পথেএক ক্লান্ত মুসাফির,যে পথে চলেছি তার শেষ দেখা হবে নাকো মোর।আমি গভীর কোন বনে হয়তোবা ধূর্ত শিকারি বীর,খুঁজে ফিরে শিকার আমার অভেদ্য তীর।আমি অজানা নিঝুম দ্বীপের এক নিঃসঙ্গ রবিনসন ক্রসো,চির প্রতীক্ষায় আমি জানি আসবে না খুঁজতে কেউ! ~আমি // নিশাত শাহরিয়ার// ২৩-০৩-২০১২ //