মোনালিসা কেন বিখ্যাত? সাইডম্যান বিগেস্ট ইভেন্ট, বিস্ট বার্গার, ক্রিয়েটর কনসালটেন্সি ও কবরী | নিশনামা ডাইজেস্ট ৬০
নিশনামা ডাইজেস্টের ৬০তম ইস্যুতে স্বাগতম! লাস্ট নিশনামা ডাইজেস্ট আমি লিখেছিলাম ২০ সেপ্টেম্বর। এর মধ্যে লম্বা বিরতি চলে আসছে। যেটা ইচ্ছাকৃত ছিলো না। সিলেটের গরমে আসলে মাথা নষ্ট অবস্থা। সারাদিন অফিস করে এসে রাতে দুই ঘণ্টা পিসির সামনে বসার মতো শক্তি অবশিষ্ট ছিলো না। যাই হোক, এই ইস্যু পোষ্ট করার পর অন্তত আর ৪টা ইস্যু ব্যাকলগে…