|

মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা

 

 
তুমি হাসলেই 
আমি মরে যাই 💔
 
আমায় ভালোবাসা দিও তুমি কোন এক বেদনাবিধুর রাতে 
আমি জোছনা হব 💔
 
আমি না হইলাম তোমার সুলতান সুলেমান, 
তুমি আমার হুররাম হও 💔
 
এই শীতের কোন এক সকালের শিশির হয়ে আমি তোমার কপাল ছোঁবো 💔
 
আমি নাই বা হইলাম তোমার সুখের হাসি 
আমাকে তোমার অশ্রুর নোনা জল হতে দিও 💔
 
আমি যদি বদরাগী তপ্ত রোদ হই 
তুমি না হয় আমার মিষ্টি বিকেল হও 💔
 
মেয়ে, মানিব্যাগে পয়সা না থাকুক 
পেপালে কিন্তু ডলার আছে 💔
 
আমি হইলাম না হয় উসকে খুস্কো চুল 
 তুমি না হয় আমার চিরুনী হও 💔
 
আমি না হই হইলাম স্তব্ধ নীরবতা 
তুমি আমার ভাষা হও 💔
 
আমার সারা রাত্রি ঘুমহীন 
তুমি আমার ভোরের সকাল 💔
 
তুমি আমার শেষের কবিতা 
আমি শুধু শেষ পৃষ্ঠাটি 💔
 
আমি তোমার মনের মঠের নিস্তব্ধ বট গাছ 💔
 
আমি বেদুইন 
 তুমি আমার মরুভূমির ঝড় 💔
 
আমি তোমার নীল আকাশের নীচে পিচ ঢালা অই পথ 💔
 
আমি হতে চাইলাম তোমার মনের Uber 
কিন্তু পাইলাম তুমি BRTC 💔
 
আমি তোমার পথের উড়া ধুলো 
 তুমি আমার বেলী ফুলের মালা 💔
 
তুই আমার না চাওয়া প্রেম 
অযথাই মধ্য রাতের দীর্ঘশ্বাস 💔
*******************************************
নিশাত শাহরিয়ার / / / প্রথম লেখা – ২৬ নভেম্ভর, ২০১৬ -ফেসবুকে টাইমলাইনে ও ফেসবুক নোটসে
 

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.