শুয়োপোকা | কবিতা
Photo by Matt Seymour on Unsplash |
একদম শেষ মুহূর্তে!
পা টা আমার ইঞ্চিদেরেক উপরে থেমে গেল।
ঠিক তখনি আমার দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর মানব হয়ে উঠতে ইচ্ছে হল।
ভাবলাম পা দিয়ে মাড়িয়ে তাকে ভর্তা করে দেই,
এক দম আলু ভর্তার মত।
কি এক পিশাচ যেন জেগে উঠেছিল আমার মাঝে।
ভাবলাম এভাবে না; আরেকটু নিষ্ঠুর হই!
পাশেই ছিল একঝাক পিঁপড়ে সেনা,
লোভনীয় খাবার দেখে ওরা সমরনীতি তৈরিতে ব্যস্ত!
ভেতরের নিষ্ঠুর আমিটা চাইলো পা দিয়ে তাকে ঠেলে দিতে ওদের মাঝে।
হঠাৎই বোধ এলো,
এই মহাবিশ্বের কতশত লীলাখেলা চলছে।
সেখানে এখানে আমি এক ক্ষুদ্র মানব,
এই ক্ষুদ্র শুয়োপোকার ভাগ্য নির্ধারণের আমি কে?!
মুচকি হেসে শুঁয়োপোকাটাকে নিয়তির হাতে ছেড়ে দিয়ে আমি ঘুমাতে গেলাম।।
শুয়োপোকা
০৩.০৬.২০১৪
৭.২০ পি. এম
প্রথম প্রকাশ – আমার সামহোয়্যার ইন ব্লগে………
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- শুয়োপোকা | কবিতা
- রেমির জন্য ভালোবাসা | ছোট গল্প
- ইটের গাঁথুনিতে গেঁথে গেছে | কবিতা
- প্রেমের অণু গল্প – যে সোনায় কোন খাদ নেই
- ভূতেরা আর আসে না! | কবিতা
- প্রথম রক্তদানের অনুভূতি!
- মধ্যবিত্তের অযোগ্য ভালোবাসা,নিয়তির দোষ!
- মানুষ হয়ে জন্মানোটা আসলেই পাপ!
- বাংলাদেশী চ্যানেল গুলো কেন হিন্দি চ্যানেল এর সাথে পেরে উঠছে না?
- এক চিলতে রোদ | অনু কবিতা